কতটা সফল কৃষকদের ডাকা ভারত বনধ, কথা বলবে এই ছবিগুলিই

Last Updated:
তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজু়‌ড়ে ডাকা বনধে ভালোই সারা পড়ল। জায়গায় জায়গায় চাক্কা জ্যাম, রেল রোকো কর্মসূচিতে অংশ নিলেন বিরোধীরা। অবরোধ করা হল জাতীয় সড়কগুলি। তবে কৃষকরা আগেই বলেছিলেন, কাউকে জোর করে বনধে যোগ দেওয়াবেন না তাঁরা, কাজেই দু একটি ঘটনা ছাড়া বনধে পরিস্থিতিও স্বাভাবিকই থাকল। গোটা দেশের ছবিটা দেখুন ছবিতে ছবিতে। ছবি ঋণ-পিটিআই।
1/10
 কলকাতায় পথে নেমে মিছিল করেন বামেরা। শ্যামবাজার, এন্টালির মতো জায়গায় মিছিল দেখা যায় বাম ট্রেড ইউনিয়নের।
কলকাতায় পথে নেমে মিছিল করেন বামেরা। শ্যামবাজার, এন্টালির মতো জায়গায় মিছিল দেখা যায় বাম ট্রেড ইউনিয়নের।
advertisement
2/10
 গুয়াহাটির গঙ্গেশগুড়ি উড়ালপুল, নেই কোনও জানবাহন।
গুয়াহাটির গঙ্গেশগুড়ি উড়ালপুল, নেই কোনও জানবাহন।
advertisement
3/10
 লখনউতে এদিন প্রতিবাদের শামিল হয়েছিলেন সমাজবাদী দলের নেতারা। পরে লখনউয়ের বিভিন্ন অঞ্চলে ১৪৪ ধারা জারি করে যোগী সরকার।
লখনউতে এদিন প্রতিবাদের শামিল হয়েছিলেন সমাজবাদী দলের নেতারা। পরে লখনউয়ের বিভিন্ন অঞ্চলে ১৪৪ ধারা জারি করে যোগী সরকার।
advertisement
4/10
প্রকাশ্যে বনধ সমর্থন করতে দেখা যায় কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহকে।
প্রকাশ্যে বনধ সমর্থন করতে দেখা যায় কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহকে।
advertisement
5/10
চিকমাগালুরে রাস্তা অবরোধ করেছেন বনধ সমর্খকরা।
চিকমাগালুরে রাস্তা অবরোধ করেছেন বনধ সমর্খকরা।
advertisement
6/10
রাঁচিতে বনধ সমর্থনে পথে দেখা গেল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থকদের।
রাঁচিতে বনধ সমর্থনে পথে দেখা গেল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থকদের।
advertisement
7/10
কলকাতায় বনধের সমর্থনে ট্রাক্টরের মাথায় উঠে বসেছেন এক তৃণমূল কর্মী।
কলকাতায় বনধের সমর্থনে ট্রাক্টরের মাথায় উঠে বসেছেন এক তৃণমূল কর্মী।
advertisement
8/10
এদিন হাওড়া ব্রিজ ছিল শুনশান।
এদিন হাওড়া ব্রিজ ছিল শুনশান।
advertisement
9/10
 এই বনধে সাড়া মেলে জম্মু কাশ্মীরেও। একজোট হন মহিলারাও।
এই বনধে সাড়া মেলে জম্মু কাশ্মীরেও। একজোট হন মহিলারাও।
advertisement
10/10
বিহারে এদিন কড়াকড়ি ছিল দেখার মতো। তবে বনধ কর্মীদের সক্রিয়তাও ছিল।
বিহারে এদিন কড়াকড়ি ছিল দেখার মতো। তবে বনধ কর্মীদের সক্রিয়তাও ছিল।
advertisement
advertisement
advertisement