Home » Photo » national » কতটা সফল কৃষকদের ডাকা ভারত বনধ, কথা বলবে এই ছবিগুলিই

কতটা সফল কৃষকদের ডাকা ভারত বনধ, কথা বলবে এই ছবিগুলিই

তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজু়‌ড়ে ডাকা বনধে ভালোই সারা পড়ল। জায়গায় জায়গায় চাক্কা জ্যাম, রেল রোকো কর্মসূচিতে অংশ নিলেন বিরোধীরা। অবরোধ করা হল জাতীয় সড়কগুলি। তবে কৃষকরা আগেই বলেছিলেন, কাউকে জোর করে বনধে যোগ দেওয়াবেন না তাঁরা, কাজেই দু একটি ঘটনা ছাড়া বনধে পরিস্থিতিও স্বাভাবিকই থাকল। গোটা দেশের ছবিটা দেখুন ছবিতে ছবিতে। ছবি ঋণ-পিটিআই।

  • Bangla Editor