Best Hospital: বিশ্বের সেরা ২৫০টি হাসপাতাল, ভারতের কোন হাসপাতালগুলি সেরার জায়গায় জানেন? নাম শুনে কিন্তু চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Best Hospital: এই গ্লোবাল রিপোর্টে বিশ্বের সেরা ২৫০টি হাসপাতালের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে আমেরিকার সর্বাধিক ৪৩টি হাসপাতাল অন্তর্ভুক্ত করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
এই তালিকায় প্রথম স্থান পেয়েছে আমেরিকার মিনেসোটা শহরে অবস্থিত Mayo Clinic। এটিকে বিশ্বের সেরা হাসপাতাল বলা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার Cleveland Clinic, তৃতীয় স্থানে কানাডার Toronto General University Health Network, চতুর্থ স্থানে আমেরিকার Johns Hopkins Hospital এবং পঞ্চম স্থানে আমেরিকার Massachusetts General Hospital। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শীর্ষ ১০টি হাসপাতালের মধ্যে জার্মানি, সুইডেন, ইজরায়েল এবং ফ্রান্সের হাসপাতাল স্থান পেয়েছে।
advertisement
advertisement
Central Bureau of Health Intelligence (CBHI)-এর ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট ২৩,৫৮১টি সরকারি হাসপাতাল এবং ২২টি কেন্দ্রীয় সরকারি হাসপাতাল ছিল। গত কয়েক বছরে এই সংখ্যা অনেকটাই বেড়েছে। ২৩ হাজারের বেশি সরকারি এবং হাজার হাজার প্রাইভেট হাসপাতাল থাকা সত্ত্বেও ভারতের মাত্র ৩টি হাসপাতাল সাম্প্রতিক গ্লোবাল রিপোর্টে স্থান পেয়েছে।