জম্মু ও কাশ্মীর থেকে বাতিল ৩৭০ ধারা ও ৩৫এ, এই পরিবর্তনগুলি আসতে চলেছে উপত্যকায়

Last Updated:
বহু আলোচিত এই বিশেষ মর্যাদা রদ হওয়ায় কী প্রভাব পড়বে উপত্যকায়? এখানকার মানুষের জীবনযাপনে? জাতীয় ক্ষেত্রেই বা এর গুরুত্ব কতটা?
1/10
প্রস্তাব দিয়েছিলেন মহারাজা হরি সিংয়ের দেওয়ান গোপালস্বামী আইয়ার। জওহরলাল নেহেরু সম্মতি দেন। তবে একইসঙ্গে জানান, ২ থেকে ৬ মাসের জন্য উপত্যকায় তা চালু করা যেতে পারে। তারপর প্রায় ৫৫ বছরের বিতর্ক আর চাপানউতোর। জাতীয় স্তরে জম্মু-কাশ্মীরের প্রসঙ্গ উঠলেই চলে আসে ৩৭০ ধারা। সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীর রাজ্যের ইতিহাস ৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫এ ৷ বিশেষ রাজ্যের মর্যাদা হারাল জম্মু ও কাশ্মীর ৷ একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু- কাশ্মীর ও লাদাখ। Photo Courtesy Akash Misra
প্রস্তাব দিয়েছিলেন মহারাজা হরি সিংয়ের দেওয়ান গোপালস্বামী আইয়ার। জওহরলাল নেহেরু সম্মতি দেন। তবে একইসঙ্গে জানান, ২ থেকে ৬ মাসের জন্য উপত্যকায় তা চালু করা যেতে পারে। তারপর প্রায় ৫৫ বছরের বিতর্ক আর চাপানউতোর। জাতীয় স্তরে জম্মু-কাশ্মীরের প্রসঙ্গ উঠলেই চলে আসে ৩৭০ ধারা। সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীর রাজ্যের ইতিহাস ৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫এ ৷ বিশেষ রাজ্যের মর্যাদা হারাল জম্মু ও কাশ্মীর ৷ একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু- কাশ্মীর ও লাদাখ। Photo Courtesy Akash Misra
advertisement
2/10
বহু আলোচিত এই বিশেষ মর্যাদা রদ হওয়ায় কী প্রভাব পড়বে উপত্যকায়? এখানকার মানুষের জীবনযাপনে? জাতীয় ক্ষেত্রেই বা এর গুরুত্ব কতটা?
বহু আলোচিত এই বিশেষ মর্যাদা রদ হওয়ায় কী প্রভাব পড়বে উপত্যকায়? এখানকার মানুষের জীবনযাপনে? জাতীয় ক্ষেত্রেই বা এর গুরুত্ব কতটা?
advertisement
3/10
সংসদের মাধ্যমে দেশে যে আইন কার্যকর হচ্ছে, তা জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। যে কোনও আইন এখানে কার্যকর হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জম্মু ও কাশ্মীর বিধানসভার।  এই ধারা উঠলে গোটা দেশের মতো এখানেও আইন কার্যকর হবে ৷ Photo Courtesy Akash Misra
সংসদের মাধ্যমে দেশে যে আইন কার্যকর হচ্ছে, তা জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। যে কোনও আইন এখানে কার্যকর হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জম্মু ও কাশ্মীর বিধানসভার। এই ধারা উঠলে গোটা দেশের মতো এখানেও আইন কার্যকর হবে ৷ Photo Courtesy Akash Misra
advertisement
4/10
বাতিল হবে দ্বৈত নাগরিকত্ব ৷ এবার সব কাশ্মীরের নাগরিক শুধুমাত্র ভারতের নাগরিক হিসেবেই পরিচিত হবেন ৷ কাশ্মীরের জন্য কোনও আলাদা নাগরিকত্ব আর থাকবে না ৷ কারা রাজ্যের নাগরিক হওয়ার অধিকারী, তা স্থির করার একমাত্র অধিকারী বিধানসভা ও সংশ্লিষ্ট প্রশাসন। অর্থাৎ রাজ্যের নাগরিকত্ব নিয়ে কোনও আদালতে চ্যালেঞ্জ বা মামলা করার সুযোগ ছিল না। এবার রাজ্যের বাসিন্দা হওয়ার দাবি জানানো যাবে৷ Photo Courtesy Akash Misra
বাতিল হবে দ্বৈত নাগরিকত্ব ৷ এবার সব কাশ্মীরের নাগরিক শুধুমাত্র ভারতের নাগরিক হিসেবেই পরিচিত হবেন ৷ কাশ্মীরের জন্য কোনও আলাদা নাগরিকত্ব আর থাকবে না ৷ কারা রাজ্যের নাগরিক হওয়ার অধিকারী, তা স্থির করার একমাত্র অধিকারী বিধানসভা ও সংশ্লিষ্ট প্রশাসন। অর্থাৎ রাজ্যের নাগরিকত্ব নিয়ে কোনও আদালতে চ্যালেঞ্জ বা মামলা করার সুযোগ ছিল না। এবার রাজ্যের বাসিন্দা হওয়ার দাবি জানানো যাবে৷ Photo Courtesy Akash Misra
advertisement
5/10
রাজ্যের স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কেউ জমি বা সম্পত্তি কিনতে পারতেন না । এই নিয়মের জন্য রাজ্যে লগ্নি করতেন না বিনিয়োগকারীরা। Photo Courtesy Akash Misra
রাজ্যের স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কেউ জমি বা সম্পত্তি কিনতে পারতেন না । এই নিয়মের জন্য রাজ্যে লগ্নি করতেন না বিনিয়োগকারীরা। Photo Courtesy Akash Misra
advertisement
6/10
দেশের সেরা পেশাদার ও বিশেষজ্ঞরাও জম্মু ও কাশ্মীরে কাজ করতে আগ্রহ দেখাতেন না ৷ উপত্যকায় বেসরকারি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রের সংখ্যা হাতে গোণা। বেসরকারি শিক্ষাকেন্দ্রের সংখ্যাও অনেক কম। ৩৭০ ধারা ওঠায় স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা উন্নত হওয়ার সম্ভাবনা Photo Courtesy Akash Misra
দেশের সেরা পেশাদার ও বিশেষজ্ঞরাও জম্মু ও কাশ্মীরে কাজ করতে আগ্রহ দেখাতেন না ৷ উপত্যকায় বেসরকারি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রের সংখ্যা হাতে গোণা। বেসরকারি শিক্ষাকেন্দ্রের সংখ্যাও অনেক কম। ৩৭০ ধারা ওঠায় স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা উন্নত হওয়ার সম্ভাবনা Photo Courtesy Akash Misra
advertisement
7/10
বিশেষ মর্যাদা লিঙ্গবৈষম্য তৈরি করে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। কারণ এখানে পুরুষদের জন্য কিছু অধিকার দেওয়া হয়েছে ৷ Photo Courtesy Akash Misra
বিশেষ মর্যাদা লিঙ্গবৈষম্য তৈরি করে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। কারণ এখানে পুরুষদের জন্য কিছু অধিকার দেওয়া হয়েছে ৷ Photo Courtesy Akash Misra
advertisement
8/10
ব্যাঙ্ক ও আর্থিক লেনদেন ছাড় পেতেন উপত্যকাবাসী। এইভাবে উপত্যকায় সন্ত্রাসে টাকা যোগানো হত বলে অভিযোগ।
ব্যাঙ্ক ও আর্থিক লেনদেন ছাড় পেতেন উপত্যকাবাসী। এইভাবে উপত্যকায় সন্ত্রাসে টাকা যোগানো হত বলে অভিযোগ।
advertisement
9/10
অন্যদিকে ৩৭০ নম্বর ধারা ওঠার পর বেশ কিছু নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা।  বিশেষত সাধারণ মানুষ যে সুযোগ-সুবিধা ভোগ করেন, তাতে অনেকটাই কোপ পড়তে পারে। কম দামে খাদ্যশস্য, আয়কর ছাড় ও চিকিৎসা ও পরিবহণের সুযোগ হারাবেন উপত্যকার মানুষ ৷ প্রতিযোগিতার মুখে জীবিকা ও ব্যবসায় সুযোগ হারানোর আশঙ্কাও থাকছে ৷ উপত্যকায় অপরাধপ্রবণতা বাড়তে পারে। জম্মু ও কাশ্মীরে অপরাধের হার অনেক কম ৷
অন্যদিকে ৩৭০ নম্বর ধারা ওঠার পর বেশ কিছু নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা। বিশেষত সাধারণ মানুষ যে সুযোগ-সুবিধা ভোগ করেন, তাতে অনেকটাই কোপ পড়তে পারে। কম দামে খাদ্যশস্য, আয়কর ছাড় ও চিকিৎসা ও পরিবহণের সুযোগ হারাবেন উপত্যকার মানুষ ৷ প্রতিযোগিতার মুখে জীবিকা ও ব্যবসায় সুযোগ হারানোর আশঙ্কাও থাকছে ৷ উপত্যকায় অপরাধপ্রবণতা বাড়তে পারে। জম্মু ও কাশ্মীরে অপরাধের হার অনেক কম ৷
advertisement
10/10
 একইসঙ্গে ৩৭০ ধারা ওঠায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে উপত্যকার রাজনীতিতে। এতদিন এই ধারাকে সামনে রেখেই রাজনীতিতে ফয়দা তুলত পিডিপি ও ন্যাশনাল কনফারেন্সের মতো দলগুলো।  ৩৭০ ধারা ওঠায় এবার উপত্যকাবাসীর পাশাপাশি নতুন পরিস্থিতির মোকাবিলা করতে হবে মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাদের।
একইসঙ্গে ৩৭০ ধারা ওঠায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে উপত্যকার রাজনীতিতে। এতদিন এই ধারাকে সামনে রেখেই রাজনীতিতে ফয়দা তুলত পিডিপি ও ন্যাশনাল কনফারেন্সের মতো দলগুলো। ৩৭০ ধারা ওঠায় এবার উপত্যকাবাসীর পাশাপাশি নতুন পরিস্থিতির মোকাবিলা করতে হবে মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাদের।
advertisement
advertisement
advertisement