iPhone 13 হবে ৩৫হাজার টাকা থেকে সস্তা! Flipkart Big Billion Sale-এ দুর্দান্ত অফার ফেরাবেন না
- Published by:Pooja Basu
Last Updated:
Apple iPhone 11, Apple iPhone 13, এবং iPhone 12-এর জন্য অফার ঘোষণা করেছে।
Flipkart Big Billion Days Sale 2022 শুরু হবে ২৩সেপ্টেম্বর থেকে। ই-কমার্স সংস্থা Apple iPhone 11, Apple iPhone 13, এবং iPhone 12-এর জন্য অফার ঘোষণা করেছে। জানা যাচ্ছে, Apple iPhone 13 খুব সস্তায় পাওয়া যাবে। গ্রাহকরা ৪৯৯৯০ টাকায় iPhone 13 কিনতে পারবেন। এছাড়াও ICICI ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে গ্রাহকরা আরও সস্তায় iPhone ঘরে আনতে পারবেন। এর মানে গ্রাহকরা এতে ১০% ছাড় পেতে পারেন।
advertisement
Apple গত বছর iPhone 13, iPhone 13 Pro এবং iPhone 13 Mini লঞ্চ করেছিল। এর বেস প্রাইস বা প্রাথমিক মূল্য রাখা হয়েছিল ৭৯৯০০ টাকা। একই সময়ে, 256GB iPhone 13 ৭৯৯০০টাকায় এবং 512GB ৯৯৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও Flipkart পুরানো স্মার্টফোনের বিনিময়ে এক্সচেঞ্জ অফারে ১৭হাজার টাকা ছাড় দিতে পারে, এমন খবর।
advertisement
advertisement
advertisement