লকডাউনের সময়ই সবাইকে প্রেগন্যান্সির খবর দিয়েছিলেন এই তারকা দম্পতি ৷ ছেলে জন্মের খবর সকলের সঙ্গে ভাগ করে নিতে একটি মিষ্টি ছবি পোস্ট করেন রোহিত ৷ তিনি লিখেছেন, ‘‘ইটস আ বয়’’, অর্থাৎ ছেলে হয়েছে তাঁদের ৷ কিন্তু তখনও খুদের কোনও ছবি প্রকাশ্যে আননেনি তাঁরা । বরং প্রেসন্যান্সি শ্যুটের একটি ছবি পোস্ট করে সুখবরটা জানিয়েছিলেন অনিতা-রোহিত । (Image: Instagram)