Anant Radhika Wedding: বাগদান সারলেন অনন্ত-রাধিকা, আম্বানিদের হবু পুত্রবধূর ভরতনাট্যম অনুষ্ঠানে ফিরে দেখা
- Published by:Teesta Barman
Last Updated:
দুই পরিবার এক হওয়ার দিকে বড় পা দিলেন। অনন্ত এবং রাধিকা, দু'জনের সুখী দাম্পত্যের জন্য শ্রীনাথজি মন্দিরে আত্মীয় ও বন্ধুরা প্রার্থনা করেন।
বাগদান সারলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে এক হল দুই পরিবার। মার্চেন্ট এবং আম্বানিদের শুভ অনুষ্ঠান সম্পন্ন হল বৃহস্পতিবার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত এবং ব্যবসায়ী বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের বড় কন্যা রাধিকার বাগদান বলে কথা। আড়ম্বরে কোনও খামতি ছিল না কোথাও।
advertisement
advertisement
প্রথম বার তিনি একা এত বড় মঞ্চে ভারতনাট্যম পরিবেশন করেছিলেন। এই অনুষ্ঠানটি রাধিকা এবং তারঁ গুরু ভাবনা ঠাকরের সাফল্য চিহ্নিত করেছিল। যিনি রাধিকাকে ৮ বছরেরও বেশি সময় ধরে ভরতনাট্যমে প্রশিক্ষণ দিয়েছিলেন। জুন মাসে সেই শিষ্যার 'অরঙ্গেত্রম' অনুষ্ঠিত হল। এর মাধ্যমে রাধিকা এক নতুন জগতে পা রাখলেন। গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকল।
advertisement
advertisement
advertisement
হাজির হয়েছিলেন বলিউডের তারকারাও। সলমন খান, আমির খান, রণবীর সিং। তা ছাড়া প্রাক্তন ক্রিকেটার জাহির খান এবং তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগেও রাধিকার নাচ দেখতে গিয়েছিলেন। ধীরুভাই আম্বানি নামাঙ্কিত স্কোয়ার পেরিয়ে 'দ্য গ্র্যান্ড থিয়েটার'-এ পা রেখেছেন অতিথিরা। প্রত্যেক অতিথিকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে আম্বানি এবং মার্চেন্ট পরিবার।
advertisement