▪সায়েক আবুল নবির কন্যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল মহম্মদ আদনান খানের৷ পাত্র MBA,৫ বছর ধরে থাকেন সৌদি আরবে৷ বিয়ের জন্য আসবেন দেশে৷ সব আয়োজন হয়ে গিয়েছে৷ কিন্তু তার মধ্যেই করোনার থাবা৷ আটকে দেওয়া হয়েছে বিভিন্ন যাত্রাপথ৷ বিদেশ থেকে দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে৷ দেশে ফিরলেও থেকে যাচ্ছে নানা বিধি নিষেধ৷ তাই, পাত্রের আসা অনিশ্চিত হয়ে পড়ে৷