চিনকে জবাব দিতে পাহাড় থেকে সাগর, সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
এবার সমুদ্রে বেজিংকে টেক্কা দিতে স্ট্যাটেজি তৈরি করছে নয়াদিল্লি।
advertisement
advertisement
advertisement
একদিকে আলোচনার টেবিলে চলছে সমস্যা সমাধানের চেষ্টা। অন্যদিকে সামরিক শক্তি গুছিয়ে রাখছে ভারত। আন্দামান-নিকোবরের কাছ দিয়েই জ্বালানির তেল আমাদানি করে চিন। এদিকে ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা চিনের ঋণের বোঝায় বেসামাল ৷ তাই অবস্থানগত দিক থেকেই বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গুরুত্বর্ণ। সূত্রের খবর, ২০০১-এ তৈরি আন্দামান-নিকোবর কম্যান্ড প্রতিষ্ঠানের গুরুত্ব বাড়ছে। প্রতিরক্ষার পরিকাঠামো উন্নয়নে আগামী ১০ বছরের জন্য ৫,৬৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী বছরের মধ্যে দ্বীপপুঞ্জে স্থায়ী যুদ্ধবিমান ঘাঁটি তৈরির সিদ্ধান্ত। এছাড়াও, শিবপুরে নৌসেনার এয়ারস্টেশন INS কোহাসারের রানওয়ের দৈর্ঘ্যও বাড়ানো হচ্ছে বলে খবর।
advertisement
advertisement
এদিকে ভারত যখন ঘারে নিঃশ্বাস ফেলছে, তখন দক্ষিণ চিন সাগরে আমেরিকার সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েছে চিন। চিনের মহড়ার মাঝেই, বেজিংয়ের রক্তচাপ বাড়িয়ে শনিবার ওই সাগরে মহড়ার জন্য পাল্টা ২টি রণতরী পাঠিয়েছে আমেরিকা। পেন্টাগনের এই পদক্ষেপ নিয়ে সরব চিন। যদিও, বেজিংকে আমল দিতে নারাজ ট্রাম্প প্রশাসন। পাহাড়ে ভারত, সাগরে আমেরিকা। জোড়া ফলায় রক্তচাপ বাড়ছে চিনের।