কামাক্ষ্যা মন্দিরে (Kamakhya Temple) শনিবার সাজো সাজো রব৷ ২২ জুন অম্বুবাচি (Ambubachi) পড়েছিল৷ আর দেবীর ঋতুমতী হওয়ার বিশেষ অনুষ্ঠানে বন্ধ হয়েছিল পবিত্র মন্দিরের দরজা৷ ২৬ জুন গভীর রাত ২.২৯ কাটে অম্বুবাচির যোগ৷
2/ 4
শনিবার দিন সকাল থেকেই খুলে যায় মন্দিরের দরজা৷ শুরু হয় রীতি মেনে দেবীর আরাধনা৷ তবে করোনা কালে গতবারও বাতিল হয়েছিল অম্বুবাচি মেলা৷ এবারও তাই৷
3/ 4
মন্দিরে কোনও রকম ভক্ত সমাগম বন্ধ ছিল৷ শক্তিপীঠে রীতি মেনে হয় সমস্ত আচার অনুষ্ঠান৷ মন্দির ও মন্দির প্রাঙ্গন সাজানো হয় আলোক সজ্জায় প্রদীপ দিয়ে৷
4/ 4
এদিন সকালে মন্দিরে দেবী দর্শনে আসেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা (Himanta Biswa Sarma ) তবে বন্ধ দরজা থেকে দর্শন করেন তিনি৷