Hydroxychloroquine| ভারতে মাসে কত হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি হয়? ওষুধটি সম্পর্কে যা জানা জরুরি...
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ফ্রান্সের স্টাডি কী বলছে? ৪০ জনের কম করোনা রোগীর ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করে দেখা গিয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন দ্রুত গতিতে ভাইরাসের পরিমাণ কমাতে পারে৷ সম্ভবত, করোনা ভাইরাসকে কোষের মধ্যে বাড়তে দেওয়াও আটকে দেয়৷ যদিও ফ্রান্সের একটা বড় অংশের ডাক্তারই বলছেন, এই স্টাডির কোনও ভিত্তি নেই৷
advertisement
advertisement
হঠাত্ কী ভাবে বিখ্যাত হয়ে গেল এই পুরনো ওষুধটি? সৌজন্যে মার্কিন যুক্তরাষ্ট্র৷ সে দেশে এক দল চিকিত্সা বিজ্ঞানী জানালেন, হাইড্রক্সিক্লোরোকুইন ও অ্যাজেথ্রোমাইসিনের মিশ্রণ নাকি করোনা সারিয়ে তুলতে পারে৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, 'ফ্রান্সে একটি স্টাডিতে পাওয়া গিয়েছে, এই ওষুধ মিরাকল৷ এবং চিকিত্বিজ্ঞানের ইতিহাসে ব় গেম চেঞ্জার হতে চলেছে এই ওষুধ৷'
advertisement
advertisement
কী ভাবে হাইড্রক্সিক্লোরোকুইন কাজ করে? ডাক্তাররা বলছে, রোগীর কোষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাস রুখে দেওয়ার চেষ্টা করে৷ কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাক ও লিভার ড্যামেজও দেখা গিয়েছে৷ এই ওষুধে করোনা সত্যিই সারছে? বিশ্বজুড়ে জল্পনার মাঝেও, করোনা ভাইরাসের বিরুদ্ধে হাইড্রক্সিক্লোরোকুইনই একমাত্র ওষুধ, এখনও বিজ্ঞানসম্মত প্রমাণ নেই৷ কিছু ক্ষেত্রে অবশ্যই কাজ হয়েছে৷ তবে মেডিক্যাল এভিডেন্স নেই৷
advertisement
advertisement