৩৭৭ ধারা কী? যা জানা জরুরি

Last Updated:
1/9
১৫৮ বছর পর আইনে বদল৷ একে ঐতিহাসিক রায় যেমন বলা যায়, তেমনই একটি মানুষের মৌলিক অধিকারের ক্ষেত্রেও এক যুগান্তকারী স্বাধীনতা৷ এই মধ্যযুগীয় আইনটি নিয়ে ভারতে কম বিতর্ক হয়নি৷ একজন ব্যক্তির যৌনাচার বা যৌন আকাঙ্ক্ষা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয় ও অধিকার, দীর্ঘ দিন ধরে মানবাধিকার কর্মীদের একটা বড় অংশের দাবিতে অবশেষে শিলমোহর পড়ল সুপ্রিম কোর্টের রায়ে৷
১৫৮ বছর পর আইনে বদল৷ একে ঐতিহাসিক রায় যেমন বলা যায়, তেমনই একটি মানুষের মৌলিক অধিকারের ক্ষেত্রেও এক যুগান্তকারী স্বাধীনতা৷ এই মধ্যযুগীয় আইনটি নিয়ে ভারতে কম বিতর্ক হয়নি৷ একজন ব্যক্তির যৌনাচার বা যৌন আকাঙ্ক্ষা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয় ও অধিকার, দীর্ঘ দিন ধরে মানবাধিকার কর্মীদের একটা বড় অংশের দাবিতে অবশেষে শিলমোহর পড়ল সুপ্রিম কোর্টের রায়ে৷
advertisement
2/9
জেনে নেওয়া যাক, ভারতীয় আইনে ৩৭৭ ধারাটি ঠিক কী? কেন বিতর্ক ছিল৷
জেনে নেওয়া যাক, ভারতীয় আইনে ৩৭৭ ধারাটি ঠিক কী? কেন বিতর্ক ছিল৷
advertisement
3/9
১৮৬১ সালে ব্রিটিশ ভারতে এই আইনটি খসড়া জমা দেন লর্ড ম্যাকাওলে৷ ছবি: রয়টার্স
১৮৬১ সালে ব্রিটিশ ভারতে এই আইনটি খসড়া জমা দেন লর্ড ম্যাকাওলে৷ ছবি: রয়টার্স
advertisement
4/9
২৭৭ ধারার চ্যাপটার XVI-এর সাব-চ্যাপটার 'অপ্রাকৃতিক অপরাধ'-এ বলা হচ্ছে, ৩৭৭ (A) প্রকৃতির বিরুদ্ধে কোনও মানুষ, মহিলা বা পশুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে৷ এবং এই অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হবে বা ১০ বছরের হাজতবাসের সঙ্গে জরিমানা৷ ছবি: রয়টার্স
২৭৭ ধারার চ্যাপটার XVI-এর সাব-চ্যাপটার 'অপ্রাকৃতিক অপরাধ'-এ বলা হচ্ছে, ৩৭৭ (A) প্রকৃতির বিরুদ্ধে কোনও মানুষ, মহিলা বা পশুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে৷ এবং এই অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হবে বা ১০ বছরের হাজতবাসের সঙ্গে জরিমানা৷ ছবি: রয়টার্স
advertisement
5/9
(B) ধারায় বলছে, যৌনমিলনের জন্য কোনও মানব শরীর যৌনাঙ্গ প্রবেশ যথেষ্ট ও প্রয়োজনীয়৷ ছবি: রয়টার্স
(B) ধারায় বলছে, যৌনমিলনের জন্য কোনও মানব শরীর যৌনাঙ্গ প্রবেশ যথেষ্ট ও প্রয়োজনীয়৷ ছবি: রয়টার্স
advertisement
6/9
এই ধারায় নিজের ঘরে বিছানায় কোনও নারী-পুরুষ যদি পারস্পরিক সম্মতিতে ওরাল সেক্স বা পায়ুকামে লিপ্ত হয়, তাও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং তা শাস্তিযোগ্য৷  ছবি: রয়টার্স
এই ধারায় নিজের ঘরে বিছানায় কোনও নারী-পুরুষ যদি পারস্পরিক সম্মতিতে ওরাল সেক্স বা পায়ুকামে লিপ্ত হয়, তাও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং তা শাস্তিযোগ্য৷ ছবি: রয়টার্স
advertisement
7/9
২০১৭ সালের অগস্ট মাসে সুপ্রিম কোর্টের রায়তে বলা হয়েছে: 'Privacy includes at its core the preservation of personal intimacies, the sanctity of family life, marriage, procreation, the home and sexual orientation... Privacy also connotes a right to be left alone.' এতে পরিষ্কার ভাবে সমকামিতাকে বৈধ করা হয়েছে। ছবি: রয়টার্স
২০১৭ সালের অগস্ট মাসে সুপ্রিম কোর্টের রায়তে বলা হয়েছে: 'Privacy includes at its core the preservation of personal intimacies, the sanctity of family life, marriage, procreation, the home and sexual orientation... Privacy also connotes a right to be left alone.' এতে পরিষ্কার ভাবে সমকামিতাকে বৈধ করা হয়েছে। ছবি: রয়টার্স
advertisement
8/9
২০১৩ সালে সুপ্রিম কোর্ট যে ৩৭৭ ধারাকে পুনর্বহাল করল তখনও আদালতের তরফ থেকে বলা হয়েছিল যে সংসদ আইন প্রণয়ন করবে, আদালত নয়। কিন্তু এই আইন কোনও দিনও সংসদে পেশ করা হয়নি। আইনটা ব্রিটিশদের তৈরি ছিল। অথচ ব্রিটিশরাই সমকামিতার আইনি স্বীকৃতি দিয়েছে ১৯৬৭ সালে। ছবি: রয়টার্স
২০১৩ সালে সুপ্রিম কোর্ট যে ৩৭৭ ধারাকে পুনর্বহাল করল তখনও আদালতের তরফ থেকে বলা হয়েছিল যে সংসদ আইন প্রণয়ন করবে, আদালত নয়। কিন্তু এই আইন কোনও দিনও সংসদে পেশ করা হয়নি। আইনটা ব্রিটিশদের তৈরি ছিল। অথচ ব্রিটিশরাই সমকামিতার আইনি স্বীকৃতি দিয়েছে ১৯৬৭ সালে। ছবি: রয়টার্স
advertisement
9/9
LG3
LG3
advertisement
advertisement
advertisement