হোম » ছবি » দেশ » দেশের বীর সন্তান-এয়ার উইং কমান্ডার অভিনন্দন, কিছু না জানা কথা . . .
দেশের বীর সন্তান-এয়ার উইং কমান্ডার অভিনন্দন, কিছু না জানা কথা . . .
Bangla Editor
1/ 10
ভারতীয় উইং সেনা অভিনন্দন বর্তমান ৷ কিছুক্ষণ পরেই তাঁকে ইসলামাবাদ থেকে লাহোরে নিয়ে আসা হচ্ছে ৷ তিনদিন পাকিস্তানে কাটিয়ে আজ বিকেল ৪টের সময়ে দেশে ফিরছেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 10
২৬ ফেব্রুয়ারি পাক সেনার হাতে ধারা পড়েছিলেন তিনি ৷ আন্তর্জাতিক মহলে ভারতের কূটনৈতিক নীতির সামনে চূর্ণ-বিচূর্ণ হয়েছেন তিনি ৷ প্রতীকী ছবি ৷
3/ 10
উইং কমান্ডার অভিনন্দনের বয়স ৩৪ বছর ৷ তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ছাত্র ৷ প্রতীকী ছবি ৷ ছবি সৌজন্যে মধুকর দাস ৷
4/ 10
অভিনন্দন ভারতের তামিলনাড়ুর বাসিন্দা ৷ বাবা-মা চেন্নাইয়ে থাকেন ৷ ২০০৪ সালে একটি ফাইটার পাইলট হিসাবে যাত্রা শুরু করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷ ছবি সৌজন্যে মধুকর দাস ৷
5/ 10
১৫ বছরের কেরিয়ারে দু'বার পদোন্নোতি হয়েছিল তাঁর ৷ তিনি আগে নিপুণ সুখোই ৩০ ফাইটার পায়লটের সম্মান দিয়েছিল ৷ এর পরবর্তী সময়ে উইং কমান্ডার হিসাবে তাঁর পদন্নোতি হয়েছিল ৷ এরপরেই মিগ ২১ এর দায়িত্ব দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷ ছবি সৌজন্যে মধুকর দাস ৷
6/ 10
এয়ারফোর্সের ট্রেনিং ভাটিন্ডা ও হলবারায় করেছিলেন ৷ তিনি সূর্যকিরণ অ্যাক্রোবেটিক টিমের সদস্য ৷ প্রতীকী ছবি ৷ ছবি সৌজন্যে মধুকর দাস ৷
7/ 10
তাঁর বাবাও প্রাক্তন বিখ্যাত এয়ার মার্শাল ছিলেন ৷ প্রতীকী ছবি ৷ ছবি সৌজন্যে মধুকর দাস ৷
8/ 10
তাঁর দাদাও ভারতীয় বায়ুসেনার সেবায় নিয়োজিত ৷ প্রতীকী ছবি ৷ ছবি সৌজন্যে মধুকর দাস ৷
9/ 10
চেন্নাইয়ের ওয়েলফেয়ার স্কুলেই শেখাপড়া শুরু করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷ ছবি সৌজন্যে মধুকর দাস ৷ ছবি সৌজন্যে মধুকর দাস ৷
10/ 10
তাঁর মা একজন সনামধন্য চিকিৎসক ৷ প্রতীকী ছবি ৷ ছবি সৌজন্যে মধুকর দাস ৷
দেশের বীর সন্তান-এয়ার উইং কমান্ডার অভিনন্দন, কিছু না জানা কথা . . .
ভারতীয় উইং সেনা অভিনন্দন বর্তমান ৷ কিছুক্ষণ পরেই তাঁকে ইসলামাবাদ থেকে লাহোরে নিয়ে আসা হচ্ছে ৷ তিনদিন পাকিস্তানে কাটিয়ে আজ বিকেল ৪টের সময়ে দেশে ফিরছেন ৷ প্রতীকী ছবি ৷
দেশের বীর সন্তান-এয়ার উইং কমান্ডার অভিনন্দন, কিছু না জানা কথা . . .
অভিনন্দন ভারতের তামিলনাড়ুর বাসিন্দা ৷ বাবা-মা চেন্নাইয়ে থাকেন ৷ ২০০৪ সালে একটি ফাইটার পাইলট হিসাবে যাত্রা শুরু করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷ ছবি সৌজন্যে মধুকর দাস ৷
দেশের বীর সন্তান-এয়ার উইং কমান্ডার অভিনন্দন, কিছু না জানা কথা . . .
১৫ বছরের কেরিয়ারে দু'বার পদোন্নোতি হয়েছিল তাঁর ৷ তিনি আগে নিপুণ সুখোই ৩০ ফাইটার পায়লটের সম্মান দিয়েছিল ৷ এর পরবর্তী সময়ে উইং কমান্ডার হিসাবে তাঁর পদন্নোতি হয়েছিল ৷ এরপরেই মিগ ২১ এর দায়িত্ব দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷ ছবি সৌজন্যে মধুকর দাস ৷