

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার জুনিয়ার মহিলা পাইলট সিনিয়র ক্যাপ্টেনের বিরুদ্ধে সেক্স লাইফ সম্বন্ধে আশালীন প্রশ্ন করার চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছেন ৷ অভিযোগ, ডিনারের সময় মহিলাকে উদ্দেশ্য করে অশ্লীল প্রশ্ন করেছিলেন ৷ ঘটনা প্রকাশ্যে আসার পর ঘটনার তদন্ত শুরু করেছে বিমান সংস্থা ৷


মহিলা পাইলট জানিয়েছেন, ‘আমার ইনস্ট্রাক্টর ট্রেনিং সেশন শেষ হওয়ার পর ৫ মে আমাকে হায়দরাবাদের কোনও একটি রেস্তোরাঁয় ডিনার করার প্রস্তাব দিয়েছিলেন ৷ আমি তাতে রাজি হয়েছিলাম কারণ ওনার সঙ্গে একাধিকবার আমি করে করেছি ৷ বিকেল প্রায় ৪টে নাগাদ আমরা রেস্তোরাযঁয় পৌঁছে যায় ৷’


এরপর তিনি আরও বলেন, ‘ডিনার শুরু হতেই সিনিয়র ক্যাপ্টেন তার বিবাহিত জীবন সম্বন্ধে কথা বলতে শুরু করেন ৷ পাশাপাশি ডিপ্রেশন নিয়েও বলেন তিনি ৷ এরপর তিনি আমায় জিজ্ঞাসা করেন যে আমার স্বামী বাইরে থাকায় আমি সব কিছু কি করে করি ৷ আমার কী রোজ সেক্স করার দরকার পড়ে না ৷’