Air India Plane Crash: এয়ার ইন্ডিয়ার বিমানের ভয়াবহ দুর্ঘটনা কীভাবে, কেন হয়েছিল? সাত দিনের মধ্যেই হবে রহস্যভেদ! কী এমন মিলল জানেন?

Last Updated:
Air India Plane Crash: এই প্রথম ভারতে হওয়া কোনও বিমান দুর্ঘটনার ডেটা ভারতেরই ল‍্যাবে পরীক্ষা করা হচ্ছে।
1/5
এয়ার ইন্ডিয়া এআই ১৭১ বোয়িং বিমানের ভয়াবহ দুর্ঘটনা কীভাবে? আগামী সাত-দশ দিনের মধ‍্যেই তা নিয়ে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। ছ’মাসের বদলে চূড়ান্ত রিপোর্ট চলে আসতে পারে এক মাসের মধ্যেই। দিল্লির এএআইবি ল‍্যাবে চলছে পরীক্ষা।
এয়ার ইন্ডিয়া এআই ১৭১ বোয়িং বিমানের ভয়াবহ দুর্ঘটনা কীভাবে? আগামী সাত-দশ দিনের মধ‍্যেই তা নিয়ে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। ছ’মাসের বদলে চূড়ান্ত রিপোর্ট চলে আসতে পারে এক মাসের মধ্যেই। দিল্লির এএআইবি ল‍্যাবে চলছে পরীক্ষা।
advertisement
2/5
সাধারণ ভাবে ব্ল‍্যাকবক্সের দুটি কম্পোনেন্ট- সিভিআর এবং এফডিআর সাধারণত পরীক্ষার জন‍্য আমেরিকায় পাঠানো হলেও এবার এএআইবি (Aircraft Accident Investigation Bureau)-র দিল্লির ল‍্যাবেই ডাউনলোড করা হয়েছে।
সাধারণ ভাবে ব্ল‍্যাকবক্সের দুটি কম্পোনেন্ট- সিভিআর এবং এফডিআর সাধারণত পরীক্ষার জন‍্য আমেরিকায় পাঠানো হলেও এবার এএআইবি (Aircraft Accident Investigation Bureau)-র দিল্লির ল‍্যাবেই ডাউনলোড করা হয়েছে।
advertisement
3/5
এই প্রথম ভারতে হওয়া কোনও বিমান দুর্ঘটনার ডেটা ভারতেরই ল‍্যাবে পরীক্ষা করা হচ্ছে।
এই প্রথম ভারতে হওয়া কোনও বিমান দুর্ঘটনার ডেটা ভারতেরই ল‍্যাবে পরীক্ষা করা হচ্ছে।
advertisement
4/5
ইউএসের ন‍্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের প্রায় ২০ জন বিশেষজ্ঞের টিম এবং ভারতের বিশেষজ্ঞদের টিম ভারতেই পরীক্ষা করছে সে সব তথ্য।
ইউএসের ন‍্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের প্রায় ২০ জন বিশেষজ্ঞের টিম এবং ভারতের বিশেষজ্ঞদের টিম ভারতেই পরীক্ষা করছে সে সব তথ্য।
advertisement
5/5
যদিও সূত্রের খবর, ইউনাইটেড নেশনসের এভিয়েশন এজেন্সির তরফে তদন্তে সহযোগিতার জন‍্য ভারত সরকারকে প্রস্তাব দেওয়া হলেও সে প্রস্তাব ফিরিয়েছে ভারত।
যদিও সূত্রের খবর, ইউনাইটেড নেশনসের এভিয়েশন এজেন্সির তরফে তদন্তে সহযোগিতার জন‍্য ভারত সরকারকে প্রস্তাব দেওয়া হলেও সে প্রস্তাব ফিরিয়েছে ভারত।
advertisement
advertisement
advertisement