Operation Sindoor: লজ্জার শেষ নেই পাকিস্তানের! পাক সেনার কাঁধেই জঙ্গিদের কফিন! মুখোশ খুলে গেল পাক সেনাবাহিনীর

Last Updated:
কতটা নির্লজ্জ হতে পারে পাকিস্তান! ‘অপারেশন সিঁদুরে’ নিকেশ হওয়া যে সকল জঙ্গি রয়েছে, তাদের সকলকে কফিনে পাকিস্তানের পতাকায় মুড়ে নিয়ে যাওয়া হল।
1/5
অপারেশন সিঁদুরের ভিডিও প্রকাশ করল ভারত৷ ছবি- এক্স থেকে সংগৃহীত
কতটা নির্লজ্জ হতে পারে পাকিস্তান! ‘অপারেশন সিঁদুরে’ নিকেশ হওয়া যে সকল জঙ্গি রয়েছে, তাদের সকলকে কফিনে পাকিস্তানের পতাকায় মুড়ে নিয়ে যাওয়া হল। এখানেই শেষ নয়, শেষকৃত্যের সময় আবার গাওয়া হল জাতীয় সঙ্গীত!
advertisement
2/5
 ‘অপারেশন সিঁদুরে’ ভারত সবসময় বলে এসেছে জঙ্গিদের খতম করাই ভারতের মুল লক্ষ্য। সেখানকার সাধারণ নাগরিক বা পাক সেনা তাঁদের লক্ষ্য নয়।
‘অপারেশন সিঁদুরে’ ভারত সবসময় বলে এসেছে জঙ্গিদের খতম করাই ভারতের মুল লক্ষ্য। সেখানকার সাধারণ নাগরিক বা পাক সেনা তাঁদের লক্ষ্য নয়।
advertisement
3/5
ndia Operation Sindoor Pakistan 9 Terrorist Camps Destroyed know what happened which spots of pakistan and POK destroyedউড়ল পাকিস্তানের ৯টি জায়গা! কোথায় কোথায় আক্রমণ ভারতের? দেখুন ভিডিও
ভারতের লক্ষ্য শুধুমাত্র জঙ্গিঘাঁটি এবং জঙ্গিরা। সেই মতো বিভিন্ন গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২১টির মধ্যে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে রাতের বেলা।
advertisement
4/5
ফটোগুলিই প্রমাণ করে দিচ্ছে ভারতের দ্বারা পরিচালিত আক্রমণের মাত্রার তীব্রতা কতটা। এই হামলাগুলি রাফাল, সুখোই বা অত্যন্ত আধুনিক ড্রোনের মতো যুদ্ধবিমান ব্যবহার করে চালানো হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে আজ আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হলে এই বিষয়ে পরিস্থিতি স্পষ্ট হবে। ইতিমধ্যে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি এই হামলার ছবি প্রকাশ করেছে। Photo Courtesy- Reuters
এখানেই শেষ নয়, সরকারিভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের জানিয়ে দেওয়া হয়েছে। তার আবার প্রমাণও দেওয়া হয়েছে। ভারত এও জানিয়েছে, এই সব এলাকায় কীভাবে জঙ্গিরা নিজেদের কার্যকলাপ চালাত। কিন্তু এই সবের পরও কী দেখা গেল? বিভিন্ন দেশ যাদের জঙ্গি বলছে, তাদেরই দেহকে কফিনের মধ্যে কখনও জাতীয় পতাকা, কখনও জাতীয় সঙ্গীত গাইছে। কোথাও আবার সেনারা কাঁধে নিয়ে যাচ্ছে জঙ্গিদের দেহ।
advertisement
5/5
হিমাংশির সিঁদুরের হিসাব জঙ্গিদের রক্ত দিয়ে পূর্ণ হয়েছে। তাই এই অপারেশনের অপারেশন সিঁদুর রাখা হয়েছে। ভারত এমন আক্রমণ করবে, পাকিস্তান স্বপ্নেও ভাবেনি। ভারত বুধবার মক ড্রিলের প্রস্তুতি ছিল। পাকিস্তান ভেবেছিল মক ড্রিলের আগে ভারত আক্রমণ করবে না। কিন্তু মক ড্রিলের আড়ালে ভারত পাকিস্তানে সন্ত্রাসীদের লাশ ফেলে দিয়েছে।
এই ছবি সামনে আসার পরই আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল বলতে শুরু করেছে, এর থেকেই তো প্রমাণিত হচ্ছে জঙ্গিদের মদত দেয় পাকিস্তান, অথবা তাদের ‘ফান্ডিং’ করে।
advertisement
advertisement
advertisement