

• ভয়ঙ্কর, নরকীয় ঘটনা ঘটল ওড়িশার নয়নগড় জেলায় । গত কয়েকদিন ধরে এই নক্ক্যারজনক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ওড়িশার রাজনৈতিক প্রেক্ষাপট । নবীন পট্টনায়ক সরকারের ব্যর্থতাকে তুলে ধরে ইতিমধ্যেই গলার স্বর চড়াতে শুরু করেছে কংগ্রেস, বিজেপি । সিনিয়র পুলিশ অফিসার অরুণ বথরার নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করছে । প্রতীকী চিত্র ।


• এই ঘটনায় প্রধান অভিযুক্ত ১৮ বছরের এক যুবক । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাড়িতে ফল আনতে গিয়েছিল ছোট্ট ওই মেয়েটি । সে সময় বাড়িতে একাই ছিলে ওই যুবক। মা ও তার দিদি বেরিয়েছিলেন কাজে । প্রতীকী চিত্র ।


• এই সময় মেয়েটিকে ফাঁকা ঘরে নিয়ে আসে সে । যৌন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে । কিন্তু এতেই বাধা দেয় শিশুটি । যুবককে আঁচড়ে, কামড়ে দেয় । প্রতীকী চিত্র ।


• সে সময় ধ্বস্তাধ্বস্তিতে শিশুটিকে মেরে ফেলে অভিযুক্ত । কিন্তু এতেও মেটে না তার যৌন বাসনা । মৃতদেহের সঙ্গে সঙ্গমের চেষ্টা করে সে । ব্যর্থ হলেও হাল ছাড়ে না । মেয়েটির ফ্রকের মধ্যে বীর্যপাত করে সে । প্রতীকী চিত্র ।


• এরপর মেয়েটির মৃতদেহ একটি বস্তায় ভরে পুকুরের ধারের ঝোপে রেখে আসে । নারকেলের ডালপালা দিয়ে বস্তাটি ঢেকে দেয় । কিন্তু ঘরে এসে দেখে শিশুটির লেগিংস তার ঘরেই পড়ে রয়েছে । পরে সেটি পুকুরের মধ্যে ফেলে দেয় সে। প্রতীকী চিত্র ।


• পুলিশের দাবি, গোটা ঘটনার কথাই স্বীকার করে নিয়েছে অভিযুক্ত । পর্নোগ্রাফিতে আসক্ত ছিল সে । দিদির ফোন থেকে বিশেষত চাইল্ড পর্নোগ্রাফি দেখত । শুধু তাই নয়, সমস্ত সার্চ হিস্ট্রিও ডিলিট করে দিত । কিন্তু শেষ ট্যাবটি সে দিন ডিলিট করতে ভুলে যায় ওই যুবক । সেখান থেকেই দেখা যায়, গুগলে সে ‘হাউ টু ডিলিট সার্ট হিস্ট্রি’ লিখে সার্চ করেছিল । প্রতীকী চিত্র ।


• তবে ওই যুবকের মা ও দিদির দাবি, তাঁদের ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে । যুবকের মা’র অভিযোগ, তাঁর স্বামী নেই, তাঁরা গরীব...তাঁদের হয়ে লড়াই করার কেউ নেই । সে কারণেই এ কাজ করা হচ্ছে । তাঁর ছেলে তাঁকে জানিয়েছে, অত্যাচার করে তাকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করছে পুলিশ । এমনকি তাঁর মেয়ের ফোন নিয়ে গিয়ে তার পাসওয়ার্ডও বদলে দিয়েছে পুলিশ । প্রতীকী চিত্র ।