1/ 4


সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে উদ্ধব ঠাকরের শিবিরেই যোগ দিলেন উর্মিলা মাতন্ডকর ৷ মঙ্গলবার সকালেই আনুষ্ঠানিকভাবে শিবসেনায় যোগদান সম্পন্ন হয় এই বলিউড অভিনেত্রীর ৷
2/ 4


শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরের উপস্থিতিতেই উত্তরীয় পরিয়ে তার হাতে দলের পতাকা তুলে দেওয়া হয় ৷ তাঁকে শিব বন্ধন বেঁধে দলে আহবান জানান রশ্মি ঠাকরে ৷
3/ 4


লোকসভা নির্বাচনেই কংগ্রেস শিবিরের প্রার্থী হয়ে নির্বাচনী ময়দানে নেমেছিলেন মসত্ গার্ল উর্মিলা ৷ কিন্তু উর্মিলার জনপ্রিয়তার উপর ভর করেও নির্বাচনী তরী পার লাগেনি ৷ লোকসভায় কংগ্রেসের ভরাডুবির পর সেপ্টেম্বরেই দল ছাড়েন তিনি ৷ কংগ্রেসের বিরুদ্ধে এনেছিলেন দলাদলির অভিযোগ ৷