করোনা (Coroanvirus Third Wave) ও করোনার নয়া ভেরিয়্যান্ট ওমিক্রন (Omicron cases) মামলা প্রকাশ্যে এসেছে ৷ দিল্লি হোক বা মুম্বই সারা দেশ জুড়ে করোনার এই উর্ধ্বমুখী ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
নতুন করে করোনা (Covid-19) আক্রান্তর সংখ্যা ক্রমেই বাড়ছে প্রতিদিনই ৷ স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে যেমনটা জানিয়েছে যে অতিরিক্ত খারাপ অবস্থা না হলে করোনা পরীক্ষা করার কোনও প্রয়োজন নেই ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
এবার বাড়িতে বসেই করোনার পরীক্ষা (Corona Test) করতে পারেন সাধারণ মানুষ ৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিচার্চ (ICMR), বাড়িতে বসেই করোনার পরীক্ষার কিট কোভিসেল্ফ (COVISELF)-কে অনুমোদন করেছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
এই কিট পেলে সাধারণ মানুষ বাড়িতে বসেই মাত্র ২৫০ টাকায় করোনা পরীক্ষা করতে পারবে ৷ এই করোনার পরীক্ষার কারণেই বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে আইসিএমআর (ICMR) ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
যেখানে অপ্রয়োজনীয় পরীক্ষা না করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ করোনা পরীক্ষার কিটের বাড়তি চাহিদা কথা মাথায় রেখেই ৷ সঠিক তথ্য যাতে প্রকাশ্যে আসে সেই কারণেই মুম্বই প্রশাসন নয়া ফরমান জারি করেছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
মুম্বই মেয়র কিশোরী পেডেনকর (Mumbai Mayor Kishori Pednekar) কোভিড টেস্টিং কিট কিনতে গেলে ওষুধ দোকানে দিতে হবে আধার কার্ড ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
বাড়িতে টেস্ট করার পরে কারও করোনা পজিটিভ হলে তখনই স্বাস্থ্য আধিকারিককে তথ্য দিতে বা অনলাইনও আপডেট করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
মুম্বইয়ের মেয়র জানিয়েছেন তাঁরা ঠিক করেছেন করোনার টেস্টিং কিট যাঁরা ব্যবহার করছেন তাঁদের সঠিক সংখ্যাটি মজুত করে রাখার জন্য ওষুধ দোকানে গ্রাহকদের আধার কার্ড দিতে বলা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷