পরণে সাদা থান, ভাঙল সুহাগ চুড়া, শহিদ জওয়ানের স্ত্রী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদচ্ছে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
মায়ের কোল ফাঁকা করে ছেলের বিদায়
রাজস্থানের ভরতপুর জেলার র্বাহ্মণ গ্রামের মুখ উজ্জ্বল করেছে সৌরভ কটারা ৷ মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলার ছেলে দেশের সম্ম্ন রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছেন মঙ্গলবার ৷ ১৬ নেণ্বর একমাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন ৷ ২৩ নভেম্বর বোনের বিয়ে দিয়ে গত ৮ ডিসেম্বর বিয়ে করেছিলেন ৷ গত সপ্তাতেই পের কাজে যোগ দিয়েছিলেন ৷ সেই মানুষটির শহিদ হওয়ার কথা ছড়িয়ে পড়তেই সমগ্র গ্রাম শোকের ছায়ায় ডুবেছে ৷
advertisement
advertisement
advertisement
advertisement