স্বামীর মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা শাখা-সিঁন্দুরের সঙ্গে মঙ্গলসূত্র পরেন৷ এই রীতি চলে আসছে যুগের পর যুগ৷ আর সেই স্বামী সোহাগের চিহ্ন মঙ্গলসূত্র গলায় পেঁচিয়ে মৃত্যু হল স্ত্রীর৷ মর্মান্তিক এই ঘটনা দিল্লির গান্ধি নগরের৷ পুলিশ সূত্রের খবর মঙ্গলসূত্রের লকেটে গলা কেটে মৃত্যু হয় গৃহবধূর৷ (প্রতীকী ছবি)