স্বামীর মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা শাখা-সিঁন্দুরের সঙ্গে মঙ্গলসূত্র পরেন৷ এই রীতি চলে আসছে যুগের পর যুগ৷ আর সেই স্বামী সোহাগের চিহ্ন মঙ্গলসূত্র গলায় পেঁচিয়ে মৃত্যু হল স্ত্রীর৷ মর্মান্তিক এই ঘটনা দিল্লির গান্ধি নগরের৷ পুলিশ সূত্রের খবর মঙ্গলসূত্রের লকেটে গলা কেটে মৃত্যু হয় গৃহবধূর৷
advertisement
2/5
২২ বছরের রাধাদেবীর গলায় ক্ষত দেখেই এমন সন্দেহ হয় পুলিশে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার৷ দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশের কাছে খবর আসে৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় তারা৷ দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটেছে রাধাদেবীর ছেলের চোখের সামনে৷
advertisement
3/5
৪ বছরের ছেলে জানায় যে ছাদ থেকে নামার সময় সিঁড়ি থেকে পিছলে পড়েন তার মা৷ সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার সময় তার মঙ্গলসূত্রটি গলায় পেঁচিয়ে যায় এবং তার সঙ্গে থাকা লকেটে গলা কেটে যায়৷ ফলে রক্তক্ষরণ হয় এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মহিলার৷
advertisement
4/5
মায়ের এই অবস্থা দেখে প্রথমে বাড়ির ভাড়াটেদের ডাকে ছেলে৷ তারপর তারাই মহিলার স্বামীরে খবর দেন৷ তিনি পেশায় দর্জি৷ নাম রঘুনাথ পুরা৷ তখন তিনি কাজে ব্যস্ত ছিলেন৷ স্ত্রীর খবর পেয়ে দৌড়ে চলে আসেন৷ বিহারের মধুবনীর কোঠিয়া গ্রামের বাসিন্দা তারা৷ এই মৃত্যুর পিছনে কারও হাত নেই বলেই জানিয়েছে পুলিশ৷
advertisement
5/5
স্ত্রীর খবর পেয়ে দৌড়ে চলে আসেন৷ বিহারের মধুবনীর কোঠিয়া গ্রামের বাসিন্দা তারা৷ এই মৃত্যুর পিছনে কারও হাত নেই বলেই জানিয়েছে পুলিশ৷