পৈশাচিক! ৯ মাসের শিশুকে ছাদ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করল প্রতিবেশী

Last Updated:
1/5
♦ মাত্র ন'‌মাস আগে জন্ম নিয়েছে ছোট্ট একটা প্রাণ । কিন্তু ঠিকমতো পৃথিবীর আলো দেখার আগেই সেই দুধের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠস তেলঙ্গানায়।
♦ মাত্র ন'‌মাস আগে জন্ম নিয়েছে ছোট্ট একটা প্রাণ । কিন্তু ঠিকমতো পৃথিবীর আলো দেখার আগেই সেই দুধের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠস তেলঙ্গানায়।
advertisement
2/5
♦ পুলিস সূত্রে খবর, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ওয়াড়াঙ্গলে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে '‌পকসো'‌ আইনে।
♦ পুলিস সূত্রে খবর, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ওয়াড়াঙ্গলে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে '‌পকসো'‌ আইনে।
advertisement
3/5
 ♦ ওয়াড়াঙ্গলের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, '‌রাতে মা, বাবার সঙ্গে শিশুটি ঘুমিয়ে থাকার সময় তাকে ছাদে তুলে নিয়ে যায় এক প্রতিবেশী। সেখানেই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি খুব জোরে চেঁচিয়ে উঠলে তাকে গলা টিপে খুন করে ওই ব্যক্তি।'‌
♦ ওয়াড়াঙ্গলের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, '‌রাতে মা, বাবার সঙ্গে শিশুটি ঘুমিয়ে থাকার সময় তাকে ছাদে তুলে নিয়ে যায় এক প্রতিবেশী। সেখানেই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি খুব জোরে চেঁচিয়ে উঠলে তাকে গলা টিপে খুন করে ওই ব্যক্তি।'‌
advertisement
4/5
♦ এদিকে, শিশুটির খোঁজ না পেয়ে তার মা ও বাবা পুলিশের কাছে যান। নিখোঁজ শিশুটির খোঁজে নেমে অভিযুক্তকে পাশের একটি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। শিশুটি তখনও তার কাছেই ছিল।
♦ এদিকে, শিশুটির খোঁজ না পেয়ে তার মা ও বাবা পুলিশের কাছে যান। নিখোঁজ শিশুটির খোঁজে নেমে অভিযুক্তকে পাশের একটি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। শিশুটি তখনও তার কাছেই ছিল।
advertisement
5/5
 ♦ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। ময়নাতদন্তের জন্য শিশুর দেহটিকে পাঠানো হয়েছে হাসপাতালে। খুনের আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কি না, ময়নাতদন্তের রিপোর্ট থেকেই তা জানা যাবে বলে পুলিশ সূত্রের খবর।‌
♦ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। ময়নাতদন্তের জন্য শিশুর দেহটিকে পাঠানো হয়েছে হাসপাতালে। খুনের আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কি না, ময়নাতদন্তের রিপোর্ট থেকেই তা জানা যাবে বলে পুলিশ সূত্রের খবর।‌
advertisement
advertisement
advertisement