Azadi Ka Amrit Mahotsav: স্বাধীনতার ৭৫ বছর, এখনও দেশের এই গ্রামে কুকুরের সঙ্গে এক ঘাটে জল খায় মানুষ!

Last Updated:
Azadi Ka Amrit Mahotsav: নদীর জল পান করছে মানুষ। যে জলে কুকুর স্নান করে, সেটাই কলসি ভরে বাড়ি নিয়ে যেতে হচ্ছে।
1/5
দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর হল। কেন্দ্রের তরফে স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উত্সব ধুমধাম করে পালনের প্রস্তুতি শুরু হয়েছে। এদিকে, দেশের এক গ্রামে এখনও কুকুর বা অন্য প্রাণীদের সঙ্গে একই ঘাট থেকে জল তুলে পান করতে বাধ্য হচ্ছে মানুষ।
দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর হল। কেন্দ্রের তরফে স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উত্সব ধুমধাম করে পালনের প্রস্তুতি শুরু হয়েছে। এদিকে, দেশের এক গ্রামে এখনও কুকুর বা অন্য প্রাণীদের সঙ্গে একই ঘাট থেকে জল তুলে পান করতে বাধ্য হচ্ছে মানুষ।
advertisement
2/5
ঝাড়খণ্ডের গিরিডি জেলার নকশাল প্রভাবিত প্রত্যন্ত গ্রাম বদরাউনি। এই গ্রামের জনসংখ্যা প্রায় এক হাজার। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও এখানে পরিস্কার পানীয় জলের ব্যবস্থা করা হয়নি সরকারের পক্ষ থেকে। গ্রামে চাপ কল নেই, কুয়োও নেই। গ্রামবাসীরা নদী ও পুকুরের জল পান করতে বাধ্য হচ্ছেন এখনও।
ঝাড়খণ্ডের গিরিডি জেলার নকশাল প্রভাবিত প্রত্যন্ত গ্রাম বদরাউনি। এই গ্রামের জনসংখ্যা প্রায় এক হাজার। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও এখানে পরিস্কার পানীয় জলের ব্যবস্থা করা হয়নি সরকারের পক্ষ থেকে। গ্রামে চাপ কল নেই, কুয়োও নেই। গ্রামবাসীরা নদী ও পুকুরের জল পান করতে বাধ্য হচ্ছেন এখনও।
advertisement
3/5
গ্রামবাসীরা নদী বা খালের যে ঘাট থেকে পানীয় জল নেন, সেখানে এসে কুকুর বা অন্য পশুরাও জল খেয়ে যায়। এই নিয়ে অবশ্য প্রশাসনের কোনও হেলদোল নেই।
গ্রামবাসীরা নদী বা খালের যে ঘাট থেকে পানীয় জল নেন, সেখানে এসে কুকুর বা অন্য পশুরাও জল খেয়ে যায়। এই নিয়ে অবশ্য প্রশাসনের কোনও হেলদোল নেই।
advertisement
4/5
নদীর জল দূষিত, গ্রামবাসীরা জানেন। তবুও সেই জল পান করতে বাধ্য হচ্ছেন অসহায় গ্রামবাসীরা। গরু, ষাঁড়, ছাগল ও কুকুর ওই ঘাটে জল পান করে। কুকুরের দল যখন খুশি সেই জলে ডুব দিয়ে চলে যায়। তা সত্ত্বেও গ্রামবাসীরা ওই নোংরা জল পান করতে বাধ্য হচ্ছেন। এখন বর্ষাকাল। নদীর জল পান করলে নতুন রোগ ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায়।
নদীর জল দূষিত, গ্রামবাসীরা জানেন। তবুও সেই জল পান করতে বাধ্য হচ্ছেন অসহায় গ্রামবাসীরা। গরু, ষাঁড়, ছাগল ও কুকুর ওই ঘাটে জল পান করে। কুকুরের দল যখন খুশি সেই জলে ডুব দিয়ে চলে যায়। তা সত্ত্বেও গ্রামবাসীরা ওই নোংরা জল পান করতে বাধ্য হচ্ছেন। এখন বর্ষাকাল। নদীর জল পান করলে নতুন রোগ ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায়।
advertisement
5/5
গত বর্ষায় এই গ্রামের বহু মানুষ নদীর নোংরা জল খেয়ে ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তবে প্রশাসন তা নিয়ে চিন্তিত নয়। এ গ্রামে এখনও পাকা রাস্তা নেই। রোগীদের হাসপাতালে নিয়ে যেতে কার্যত যুদ্ধ করতে হয় পরিবারের লোকজনদের।
গত বর্ষায় এই গ্রামের বহু মানুষ নদীর নোংরা জল খেয়ে ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তবে প্রশাসন তা নিয়ে চিন্তিত নয়। এ গ্রামে এখনও পাকা রাস্তা নেই। রোগীদের হাসপাতালে নিয়ে যেতে কার্যত যুদ্ধ করতে হয় পরিবারের লোকজনদের।
advertisement
advertisement
advertisement