600 Crore Rupess Liquor Sell: ১৫ দিনে বাম্পার মদের সেল! দিলওয়ালো কি দিল্লি দিওয়ালিতে খেয়ে ফেলল ৬০০ কোটি টাকার মদ, নতুন রেকর্ডে মালামাল দিল্লির কোষাগার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
600 Crore Liquor Sell: মদ বিক্রিতে বাম্পার রেকর্ড ধামাকা, তোলপাড় হয়ে ভেঙে গেল সব....
: মদ খেতে কোনও কসুর করল না নয়াদিল্লি৷ দিলওয়ালো কি দিল্লি দিওয়ালিতে দারু খেয়ে উড়িয়ে দিল ৬০০ কোটি টাকা৷ বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লি সরকার দীপাবলির সময় তাদের কর্পোরেশন পরিচালিত খুচরা দোকান থেকে মদ বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আবগারি রাজস্ব আয় করেছে। দিল্লি সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দিওয়ালির আগের ১৫ দিনে খুচরা বিক্রেতারা থেকে আবগারি বিভাগ ৫৯৪ কোটি টাকার মদ বিক্রির রেকর্ড করেছে।
advertisement
advertisement
কর্মকর্তারা জানিয়েছেন, চলতি অর্থবছরের প্রথমার্ধে দিল্লি সরকার গত বছরের একই সময়ের তুলনায় আবগারি রাজস্ব আদায়ে ১২ শতাংশেরও বেশি লাফ দিয়েছে৷ সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৪-২৫ সালের এপ্রিল-সেপ্টেম্বর মাসে মূল্য সংযোজন কর (ভ্যাট) সহ আবগারি রাজস্ব ছিল ৩,৭৩১.৭৯ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথমার্ধে তা বেড়ে ৪,১৯২.৮৬ কোটি টাকা হয়েছে।
advertisement
advertisement
advertisement
