একদিনে জমা হল ৪০ হাজার ইউনিট রক্ত! সচিন পাইলটের জন্মদিনে অনন্য রেকর্ড রাজস্থানে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
করোনা অতিমারির মধ্যে জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে যাননি সচিন পাইলট৷ জুম কলের মাধ্যমেই নিজের অনুগামী ও সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাজস্থানের কংগ্রেস নেতা মহেশ শর্মা জানিয়েছেন, কত ইউনিট ব্লাড সংগৃহীত হয়েছে, তার চূড়ান্ত তথ্য এখনও পাওয়া যায়নি৷ ফলে সংখ্যাটা আরও বাড়তে পারে৷ যেহেতু সচিন পাইলট ৪৩ বছরে পা দিলেন, তাই তাঁর জন্মদিনে ৪৩ হাজার ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন কংগ্রেস নেতার অনুগামী ও সমর্থকরা৷ এর আগে একদিনে ২২ হাজার ইউনিট রক্ত সংগ্রহের রেকর্ড ছিল রাজস্থানে৷ গেহলট ও সচিন পাইলট৷