IAS-IPS Family: চার ভাই-বোনের মধ্যে তিন জন IAS, একজন IPS! অসাধ্য সাধন করেছেন ওঁরা

Last Updated:
IAS-IPS Family: মা-বাবার মুখ উজ্জ্বল করা বোধ হয় একেই বলে! এই চার ভাই-বোন দেশের গর্ব।
1/6
বাব-মার মুখ উজ্জ্বল করা বোধ হয় একেই বলে! ওরা চার ভাই-বোন। তিনজন আইএএস, একজন আইপিএস অফিসার।
বাব-মার মুখ উজ্জ্বল করা বোধ হয় একেই বলে! ওরা চার ভাই-বোন। তিনজন আইএএস, একজন আইপিএস অফিসার।
advertisement
2/6
উত্তরপ্রদেশের প্রতাপগড়ের চার ভাই-বোন এখন সবার কাছে দৃষ্টান্ত। বাবা-মায়েরা ছেলেমেয়েদের এই ভাই-বোনদের কথা বলে উদ্বুদ্ধ করছেন।
উত্তরপ্রদেশের প্রতাপগড়ের চার ভাই-বোন এখন সবার কাছে দৃষ্টান্ত। বাবা-মায়েরা ছেলেমেয়েদের এই ভাই-বোনদের কথা বলে উদ্বুদ্ধ করছেন।
advertisement
3/6
মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তাঁদের। বড় ভাই যোগেশ মিশ্র ২০১৩ সালে ইউপিএসসি সিভিল পরীক্ষায় পাশ করে আইএএস হন। ২০১৫ সালে বোন মাধবী মিশ্র আইএএস হন।
মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তাঁদের। বড় ভাই যোগেশ মিশ্র ২০১৩ সালে ইউপিএসসি সিভিল পরীক্ষায় পাশ করে আইএএস হন। ২০১৫ সালে বোন মাধবী মিশ্র আইএএস হন।
advertisement
4/6
২০১৬ সালে ক্ষমা মিশ্র আইপিএস হন। এর পর সব থেকে ছোট ভাই লোকেশ মিশ্র আইএএস হন। প্রতাপগড়ের মতো ছোট ছোট মফঃস্বলে এখন এই চার ভাই-বোনকে সবাই চেনে।
২০১৬ সালে ক্ষমা মিশ্র আইপিএস হন। এর পর সব থেকে ছোট ভাই লোকেশ মিশ্র আইএএস হন। প্রতাপগড়ের মতো ছোট ছোট মফঃস্বলে এখন এই চার ভাই-বোনকে সবাই চেনে।
advertisement
5/6
চার ভাই-বোনের প্রত্যেকে দেশের আলাদা আলাদা রাজ্যে কর্তব্যরত।
চার ভাই-বোনের প্রত্যেকে দেশের আলাদা আলাদা রাজ্যে কর্তব্যরত।
advertisement
6/6
চার ভাই-বোনের প্রত্যেকে ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিলেন। নামজাদা কোনও স্কুল বা কলেজে না পড়েও তাঁরা পেশাগত জীবনে সফল। এটাই যেন সবার কাছে বড় উদাহরণ হয়েছে।
চার ভাই-বোনের প্রত্যেকে ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিলেন। নামজাদা কোনও স্কুল বা কলেজে না পড়েও তাঁরা পেশাগত জীবনে সফল। এটাই যেন সবার কাছে বড় উদাহরণ হয়েছে।
advertisement
advertisement
advertisement