আপনি কী ট্যাক্স ফাইল করেন ? নাকি প্যান কার্ড কেবল আইডি প্রুফ হিসেবে রেখেছেন ? যদি কেবল আইডি হিসেবে প্যান রেখে থাকেন তাহলে এটা আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ কারণ এই কাজটি না করলে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড ৷
2/ 4
প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে সেটা হল আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করাতে হবে ৷ সেপ্টেম্বর ৩০ পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে সরকারের তরফে ৷ ডুপ্লিকেট বা ভুযো প্যান কার্ড ধরার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে আয়কর বিভাগের তরফে ৷
3/ 4
DNA Money report অনুযায়ী ৪৪ কোটি প্যান কার্ডের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ২০ কোটি প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা হয়নি ৷ সেপ্টেম্বর ৩০ পর আয়কর বিভাগ এই কার্ডগুলি বাতিল করে দিতে পারে ৷
4/ 4
আয়কর বিভাগের এক শীর্ষ আধকারিক জানিয়েছেন, অনেক প্যান নম্বর ভুয়ো ৷ এছাড়া প্রচর মানুষ কেবল পরিচয়পত্র হিসেবে প্যান ব্যবহার করে থাকেন ৷ তারা ট্যাক্স ফাইলও করেন না ৷ তাই এই পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷