হস্টেলের বাথরুমে সন্তানের জন্ম দিলেন ১৮ বছরের যুবতী, ভয়ে ফেলে এলেন বালতির মধ্যে

Last Updated:
1/7
• হস্টেলের বাথরুমের মধ্যেই সন্তানের জন্ম দিলেন বছর আঠারোর আদিবাসী এক যুবতী ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে ৷ প্রতীকী চিত্র ৷
• হস্টেলের বাথরুমের মধ্যেই সন্তানের জন্ম দিলেন বছর আঠারোর আদিবাসী এক যুবতী ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
2/7
• পুলিশ সূত্রে খবর, গত ২৯ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ধুলে জেলার সাকরি শহরের সাবিত্রীবাঈ ফুলে আদিবাসী মহিলা হস্টেলে ৷ প্রতীকী চিত্র ৷
• পুলিশ সূত্রে খবর, গত ২৯ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ধুলে জেলার সাকরি শহরের সাবিত্রীবাঈ ফুলে আদিবাসী মহিলা হস্টেলে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
3/7
• সম্প্রতি এই ঘটনা পুলিশের নজরে আসে ৷ জানা যায়, ওই যুবতী বাথরুমের মধ্যেই সন্তান প্রসব করেন ৷ কিন্তু লোকলজ্জার ভয়ে সে কথা কাউকে বলতে পারেননি ৷ প্রতীকী চিত্র ৷
• সম্প্রতি এই ঘটনা পুলিশের নজরে আসে ৷ জানা যায়, ওই যুবতী বাথরুমের মধ্যেই সন্তান প্রসব করেন ৷ কিন্তু লোকলজ্জার ভয়ে সে কথা কাউকে বলতে পারেননি ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
4/7
• নিজের সন্তানকেই বালতির মধ্যে ফেলে চলে আসেন ৷ এরপর হস্টেলের ওয়ার্ডেন সদ্যোজাত শিশুর কান্না শুনে বাথরুমে গিয়ে শিশুটিকে দেখতে পান ৷ প্রতীকী চিত্র ৷
• নিজের সন্তানকেই বালতির মধ্যে ফেলে চলে আসেন ৷ এরপর হস্টেলের ওয়ার্ডেন সদ্যোজাত শিশুর কান্না শুনে বাথরুমে গিয়ে শিশুটিকে দেখতে পান ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
5/7
• হস্টেলের সমস্ত ছাত্রীকে প্রশ্ন করা হয়, শিশুটির মা কে? কিন্তু প্রথমে কেউই শিশুটিকে স্বীকার করেননি ৷ প্রতীকী চিত্র ৷
• হস্টেলের সমস্ত ছাত্রীকে প্রশ্ন করা হয়, শিশুটির মা কে? কিন্তু প্রথমে কেউই শিশুটিকে স্বীকার করেননি ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
6/7
• পরে এক ছাত্রীকে সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তিনিই ওই শিশুর মা ৷ প্রতীকী চিত্র ৷
• পরে এক ছাত্রীকে সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তিনিই ওই শিশুর মা ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
7/7
• সাকরি থানার পুলিশ আধিকারিক দেবীদাস দামনে জানান, মা ও শিশু দু’জনকেই স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ পাশাপাশি কীভাবে এমন ঘনা ঘটস তাও তদন্ত করে দেখা হচ্ছে ৷ প্রতীকী চিত্র ৷
• সাকরি থানার পুলিশ আধিকারিক দেবীদাস দামনে জানান, মা ও শিশু দু’জনকেই স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ পাশাপাশি কীভাবে এমন ঘনা ঘটস তাও তদন্ত করে দেখা হচ্ছে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
advertisement
advertisement