মোদির হাত ধরে দেশে ফিরেছে হাজার বছরের পুরনো ভারতীয় শিল্পসামগ্রী, কী আছে সেই তালিকায়!

Last Updated:
একবার দেখা যাক কী ধরনের মহামূল্যবান সামগ্রী ফিরিয়ে এনেছেন তিনি।
1/6
মার্কিন যুক্তরাষ্ট্র থেতে দেশে ফিরেছেন নরেন্দ্র মোদি। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন নতুন কাজ নিয়ে। কিন্তু এবার নিছক খালি হাতে ফেরেননি প্রধানমন্ত্রী। একটি-দুটি নয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে এনেছেন ১৫৭ টি অমূল্য শিল্প সামগ্রী যা বিভিন্ন সময়ে পাচারকারীদের হাত ধরেই এ দেশ থেকে পৌঁছে গিয়েছিল মার্কিন মুলুকে। মোদির ফেরানো এই শিল্পসামগ্রীর তালিকায় চোখ রাখলে সত্যিই চোখে ধাঁধা লেগে যাবে। একবার দেখা যাক কী ধরনের মহামূল্যবান সামগ্রী ফিরিয়ে এনেছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র থেতে দেশে ফিরেছেন নরেন্দ্র মোদি। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন নতুন কাজ নিয়ে। কিন্তু এবার নিছক খালি হাতে ফেরেননি প্রধানমন্ত্রী। একটি-দুটি নয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে এনেছেন ১৫৭ টি অমূল্য শিল্প সামগ্রী যা বিভিন্ন সময়ে পাচারকারীদের হাত ধরেই এ দেশ থেকে পৌঁছে গিয়েছিল মার্কিন মুলুকে। মোদির ফেরানো এই শিল্পসামগ্রীর তালিকায় চোখ রাখলে সত্যিই চোখে ধাঁধা লেগে যাবে। একবার দেখা যাক কী ধরনের মহামূল্যবান সামগ্রী ফিরিয়ে এনেছেন তিনি।
advertisement
2/6
১১ থেকে ১৪ দশকের মধ্যে তৈরি হওয়া ৮৫ টি প্রত্নতাত্ত্বিক শিল্পবস্তু রয়েছে মোদির ফিরিয়ে আনা সামগ্রীর তালিকায়।
১১ থেকে ১৪ দশকের মধ্যে তৈরি হওয়া ৮৫ টি প্রত্নতাত্ত্বিক শিল্পবস্তু রয়েছে মোদির ফিরিয়ে আনা সামগ্রীর তালিকায়।
advertisement
3/6
রয়েছে একটি ব্রোঞ্জের নটরাজ যা সাড়ে 8 সেন্টিমিটার লম্বা। এই নটরাজটি ১০ শতকের।
রয়েছে একটি ব্রোঞ্জের নটরাজ যা সাড়ে 8 সেন্টিমিটার লম্বা। এই নটরাজটি ১০ শতকের।
advertisement
4/6
 রয়েছে বহু হিন্দু বৌদ্ধ এবং জন্য প্রত্নতাত্ত্বিক মূর্তি। এমনকী এই তালিকায় তিন মাথা বিশিষ্ট ব্রম্মা নৃত্যরত গণেশ রথো যাত্রী সূর্য এমনকি প্রার্থনারত বোধিসত্ত্বের মূর্তি রয়েছে।
রয়েছে বহু হিন্দু বৌদ্ধ এবং জন্য প্রত্নতাত্ত্বিক মূর্তি। এমনকী এই তালিকায় তিন মাথা বিশিষ্ট ব্রম্মা নৃত্যরত গণেশ রথো যাত্রী সূর্য এমনকি প্রার্থনারত বোধিসত্ত্বের মূর্তি রয়েছে।
advertisement
5/6
 প্রায় ৫৬ টি টেরাকোটার মূল্যবান সামগ্রীও ফিরিয়ে এনেছেন নরেন্দ্র মোদি। রয়েছে ২০০০ খ্রিষ্টপূর্বাব্দের তামার তৈজসপত্র, বিরল নন্দী মূর্তি।
প্রায় ৫৬ টি টেরাকোটার মূল্যবান সামগ্রীও ফিরিয়ে এনেছেন নরেন্দ্র মোদি। রয়েছে ২০০০ খ্রিষ্টপূর্বাব্দের তামার তৈজসপত্র, বিরল নন্দী মূর্তি।
advertisement
6/6
 এছাড়াও পঞ্চদশ শতাব্দী তিন তীর্থঙ্করের পাশাপাশি বসা মূর্তি রয়েছে মোদির ফিরিয়ে আনা সামগ্রীর তালিকায়।
এছাড়াও পঞ্চদশ শতাব্দী তিন তীর্থঙ্করের পাশাপাশি বসা মূর্তি রয়েছে মোদির ফিরিয়ে আনা সামগ্রীর তালিকায়।
advertisement
advertisement
advertisement