ট্রাফিক আইনে বদলাতে চলেছে ১৩টি নিয়ম, না মানলে দিতে হবে বিপুল জরিমানা
Last Updated:
advertisement
advertisement
১) নতুন নিয়ম অনুযায়ী, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে ৷ ২) কোনও এমারজেন্সি গাড়িকে রাস্তা না ছাড়লে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে ৷ এর আগে দিতে হত ১০০০ টাকা ৷ ৩) মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে জরিমানা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে ৷
advertisement
৪) বিনা হেলমেটে গাড়ি চালালে দিতে হবে ১০০০ টাকা জরিমানা ৷ পাশাপাশি তিনমাসের জন্য লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে ৷ বর্তমানে বিনা হেলমেটে গাড়ি চালালে দিতে হয় মাত্র ১০০ টাকা ৷ ৫) র্যাশ ড্রাইভিং করার জন্য জরিমানা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ ৬) বিনা লাইসেন্সে ড্রাইভিং করলে জরিমানা ৫০০ থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে ৷
advertisement
৭) সিট বেল্ট না পড়লে জরিমানা ১০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে ৷ ৮) নাবালক গাড়ি চালালে তাদের অভিভাবককে দোষী মানা হবে ৷ এর জন্য ২৫০০০ টাকা জরিমানা ও তিন বছরের জন্য জেল হতে পারে ৷ পাশাপাশি গাড়ির রেজিষ্ট্রেশন বাতিল করে দেওয়া হবে ৷ ৯) লাইসেন্সের বৈধতা শেষ হওয়ার পর ১ বছরের মধ্যে তা রিনিউ করা যেতে পারে ৷ বর্তমানে তা কেবল একমাসের জন্য ছিল ৷