১০০ বছর পার, জালিয়ানওয়ালাবাগে কী ভাবে মারা হয়েছিল কয়েক হাজার মানুষকে, দেখুন
Last Updated:
একটি বদ্ধভূমিতে জেনারেল ডায়ারের নির্দেশে ১৬৫০ রাউন্ড গুলি শেষ করে দেয় হাজারের বেশি মানুষকে৷ শিশু, মহিলাও ছাড় পায়নি৷ কিছু মানুষকে কুঁয়োয় ফেলে পুঁতে মারা হয়৷
১০০টা বছর৷ কম নয়৷ মনে আছে দেশবাসীর৷ কিন্তু শুধুই নামটা৷ ইতিহাস বইয়ে পড়া জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড৷ ইংরেজ সরকারের গণহত্যা৷ একটি বদ্ধভূমিতে জেনারেল ডায়ারের নির্দেশে ১৬৫০ রাউন্ড গুলি শেষ করে দেয় হাজারের বেশি মানুষকে৷ শিশু, মহিলাও ছাড় পায়নি৷ কিছু মানুষকে কুঁয়োয় ফেলে পুঁতে মারা হয়৷ ১৯১৯ সালে ১৩ এপ্রিলের নারকীয় ঘটনা৷
advertisement
advertisement
কী ঘটেছিল সে দিন? ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলেন বহু মানুষ৷ মহাত্মা গান্ধিকে গ্রেফতার ও পরে ১৩ এপ্রিল পঞ্জাবে গ্রেফতার করা হয় সত্য পাল ও সইফউদ্দিন কিচলিউকে৷ এরপরই বিক্ষোভ শুরু হয় পঞ্জাবে৷ ওই দিন শান্তিপূর্ণ সমাবেশ করছিল প্রায় ১০ হাজার মানুষ৷ ব্রিটিশ বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নির্দেশ ১০০ জন গোর্খা সেনা ও ২টি সাঁজোয়া গাড়ি ঘিরে ফেলে ওই মানুষগুলিকে৷ বদ্ধভূমিতে চালানো হয় ১৬৫০ রাউন্ড গুলি৷ শিশু, মহিলা, বৃদ্ধ, বৃদ্ধা-সহ কয়েকশো মানুষ শেষ কয়েক মিনিটে৷
advertisement
কত জন মানুষ মারা গিয়েছিলেন ওই হত্যাকাণ্ডে? প্রাণ বাঁচাতে অনেকে পাঁচিল টপকে পালানোর চেষ্টাো করছিলেনষ কিন্তু ডায়ারের নির্দেশ তাঁরাও শেষ হয়ে যায়৷ ব্রিটিশ রেকর্ড বলছে, ৩৭৯ জন মানুষের মৃত্যু হয়েছিল ওই হত্যাকাণ্ডে৷ কিন্তু ভারত সরকারে রেকর্ড বলছে, ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল৷ ১০০-রও বেশি মানুষ আহত ছিলেন৷
advertisement