পাকিস্তানের পক্ষ থেকে ফের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে গুলি, মৃত্যু হল মহিলার

Last Updated:
লাগাতার গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা
1/9
LOC বরাবর ফের উত্তেজনা ৷ আজ দ্বিতীয় দিনেও জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টর বরাবর গুলিবর্ষণ করছে পাক সেনা ৷ Photo-File
LOC বরাবর ফের উত্তেজনা ৷ আজ দ্বিতীয় দিনেও জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টর বরাবর গুলিবর্ষণ করছে পাক সেনা ৷ Photo-File
advertisement
2/9
পাকিস্তানি সেনা কসবা ও কিরনি সেক্টরে সিজফায়ার উল্লঙ্ঘন গুলি চালায় ৷ এই গুলিতে ৪০ বছরেরে এক মহিলার মৃত্যু হয়েছে ৷ আহত শতাধিক ৷ Photo- ANI/Twitter
পাকিস্তানি সেনা কসবা ও কিরনি সেক্টরে সিজফায়ার উল্লঙ্ঘন গুলি চালায় ৷ এই গুলিতে ৪০ বছরেরে এক মহিলার মৃত্যু হয়েছে ৷ আহত শতাধিক ৷ Photo- ANI/Twitter
advertisement
3/9
শতাধিক মানুষকে নিজের নিজের গ্রামের বাড়ির থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ভারতীয় সেনা চৌকি ও গ্রামবাসীদের লক্ষ্য করে দিনের বিভিন্ন সময়ে গুলি বর্ষণ চলছে ৷ পাকিস্তানের এই গুল বর্ষণের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা ৷ Photo-File
শতাধিক মানুষকে নিজের নিজের গ্রামের বাড়ির থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ভারতীয় সেনা চৌকি ও গ্রামবাসীদের লক্ষ্য করে দিনের বিভিন্ন সময়ে গুলি বর্ষণ চলছে ৷ পাকিস্তানের এই গুল বর্ষণের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা ৷ Photo-File
advertisement
4/9
বুধবার রাতে পাকিস্তানের তরফ থেকে গুলি চালানোয় রজৌরি সেক্টরে লান্স নায়ক গুরুচরণ সিং শহীদ হয়েছেন ৷ Photo-File
বুধবার রাতে পাকিস্তানের তরফ থেকে গুলি চালানোয় রজৌরি সেক্টরে লান্স নায়ক গুরুচরণ সিং শহীদ হয়েছেন ৷ Photo-File
advertisement
5/9
 ▪️বিশ্বজুড়ে চলছে করোনার আতঙ্ক৷ তার মধ্যেও বারবার সীমান্তে যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা৷ বৃহস্পতিবার রাতে সীমান্ত বরাবর হামলা চালায় তারা৷
▪️বিশ্বজুড়ে চলছে করোনার আতঙ্ক৷ তার মধ্যেও বারবার সীমান্তে যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা৷ বৃহস্পতিবার রাতে সীমান্ত বরাবর হামলা চালায় তারা৷
advertisement
6/9
▪️লাগাতার জম্মু কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে বোমা গুলিবর্ষণ করে তারা৷Representative Image
▪️লাগাতার জম্মু কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে বোমা গুলিবর্ষণ করে তারা৷Representative Image
advertisement
7/9
▪️তবে যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা৷ সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের পাল্টা হামলায় অনেকটাই বিপর্যস্ত হয়েছে পাক সেনাবাহিনী৷ Representative Image
▪️তবে যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা৷ সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের পাল্টা হামলায় অনেকটাই বিপর্যস্ত হয়েছে পাক সেনাবাহিনী৷ Representative Image
advertisement
8/9
▪️ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে বেশ কিছু পাক সেনার পোস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে৷ Representative Image
▪️ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে বেশ কিছু পাক সেনার পোস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে৷ Representative Image
advertisement
9/9
▪️ফলে কিছুটা হলেও পিছু হটতে বাধ্যে হয়েছে পাক সেনা৷ Representative Image
▪️ফলে কিছুটা হলেও পিছু হটতে বাধ্যে হয়েছে পাক সেনা৷ Representative Image
advertisement
advertisement
advertisement