৫ বছরের কম বাচ্চাদেক ক্ষেত্রেও আধার কার্ড তৈরি করা যাবে ৷ ৫ বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট থাকা দরকার ৷ যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে বাবা-মায়ের আধার কার্ড দিয়ে বাচ্চার আধার কার্ড তৈরি করা সম্ভব ৷ ৫ বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না ৷ ৫ বছর হয়ে গেলে তখন বাচ্চার বায়োমেট্রিক রেকর্ড আপডেট করাতে হয় ৷
৫ বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রে স্কুলের লেটার হেড ও গ্রাম প্রধান বা সভাসদের চিঠি দিতে হবে ৷ আবেদন করার আগে এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই যোগার করে রাখুন ৷ ৫ বছরের বেশি বাচ্চাদের বায়োমেট্রিক রেকর্ড সাবমিট করতে হবে ৷ কিন্তু ১৫ বছর পর আরও একবার বায়োমেট্রিক আফডেট করতে হবে ৷ আবেদন করার জন্য নিকটবর্তী পোস্ট অফিস বা আধার সেবা কেন্দ্রে যেতে হবে ৷
ফর্ম জমা দিয়ে বায়োমেট্রিক রেকর্ড করতে হবে ৷ ১০টি আঙুলের ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান ও ছবি নেওয়া হবে ৷ সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর একটি এনরোলমেন্ট স্লিপ দেওয়া হবে ৷ স্লিপে এনরোলমেন্ট আইডি, নম্বর ও তারিখ দেওয়া থাকবে ৷ এই আইডির মাধ্যমে আপনার আধারের স্ট্যাটাস জানতে পারবেন ৷ এনরোলমেন্টের ৯০ দিনের মধ্যে আধার কার্ড পোস্টের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে ৷