রেল সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর ও চৌসা স্টেশনে ফারাক্কা এক্সপ্রেস এবার থেকে দাঁড়াবে। এই দুটি স্টেশনে যাত্রী ওঠা নামা করতে পারবেন। নতুন দুটি স্টেশনে ফারাক্কা এক্সপ্রেস স্টপেজ দেওয়ায় যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।আগামীতে ছয় মাসের জন্য পরীক্ষামূলক ভাবে দাঁড়াবে ফরাক্কা এক্সপ্রেসে।(Reported By: Harashit Singha)