Zombie Virus: সাবধান! খোঁজ মিলল প্রায় ৫০ হাজার বছর পুরনো 'জম্বি' ভাইরাসের, ভয়ঙ্কর তাণ্ডবের আশঙ্কা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Zombie Virus: ফের নয়া ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা৷ বরফের তলায় চাপা ভাইরাস থেকে সৃষ্ট বিপদ সম্পর্কে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এই ভয়ঙ্কর ভাইরাসকে বলা হচ্ছে জম্বি ভাইরাস।
advertisement
advertisement
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমায়িত বরফ গলতে শুরু করেছে৷ আর্কটিক পারমাফ্রস্ট গললেই 'জম্বি ভাইরাস' বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে৷ পারমাফ্রস্ট হল পৃথিবীর পৃষ্ঠের উপর বা নীচে একটি স্থায়ীভাবে হিমায়িত স্তর। কোথায় রয়েছে এই ভাইরাস? উত্তর মেরুর বরফ গলতে শুরু করেছে, এ নিয়ে বিজ্ঞানীরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, এবার জানা যাচ্ছে, সেই বরফের তলাতেই লুকিয়ে থাকতে পারে জম্বি ভাইরাস। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে পারে৷
advertisement
ফ্রান্সের Aix Marseille বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্ববিদ জিন মিশেল ক্লাভেরি জানিয়েছেন, এই মুহূর্তে অতিমারীর আশঙ্কা কতটা রয়েছে, তা খতিয়ে দেখে জানা যাচ্ছে, মেরুপ্রদেশের বরফের নীচে বিপদ লুকিয়ে থাকতে পারে৷ যা ছড়িয়ে যেতে পারে৷ তবে ধারণা যে, এটি এমন একটি ভাইরাস যা মানুষকে দ্রুত সংক্রমিত করতে পারে এবং তার থেকে নতুন কোনও রোগের জন্ম হবে৷
advertisement
কেমন এই ভাইরাসের গঠন? সে প্রসঙ্গে বিজ্ঞানীরা জানিয়েছেন, ঠিক কী ভাইরাস বরফের নিচে রয়েছে তা যদিও এখনও পরিস্কার নয় ৷ তবে এর আগে ২০১৪ সালে সাইবেরিয়ায় ক্ল্যাভারির নেতৃত্বে এক বিজ্ঞানীর দল এমন একটি ভাইরাসের সন্ধান পেয়েছিল যেটা আনুমানিক ৪৮ হাজার ৫০০ বছরের পুরনো৷ সেখান থেকে মনে করা হচ্ছে ওই জীবাণুরা আচমকা জেগে ওঠতে পারে এবং যার থেকে মারাত্মক মহামারীর আশঙ্কা বাড়ছে৷






