Home Decor: ৫০-৩০০ টাকা খরচ! ৫ স্টার হোটেলের মতো ঝাঁ-চকচকে হবে আপনার বাড়ি-ঘর, রইল দারুণ টিপস
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Shubhagata Dey
Last Updated:
Home Decor: সামান্য খরচে ৫ স্টার হোটেলের মতো ঘর সাজাতে পারেন যে কেউ। দাম ৫০ টাকা থেকে শুরু, ৩০০ টাকায় শেষ বেশিরভাগ জিনিস। বড় মূর্তির দাম সাড়ে ৩ হাজার টাকা মাত্র।
*অনেকেই ঘর সাজাতে ভালবাসেন। দেওয়ালে ঝুলন্ত টব, বড় ফ্রেমে বাঁধানো ছবি। শোকেসে টেরাকোটার ঘোড়া, হাতি। সুন্দর সব ভাস্কর্য দিয়ে মনের মতো করে সাজানো। ইদানীং ডিজাইনার মূর্তি খুব বিক্রি হচ্ছে। গ্রাহকের চাহিদা দেখে প্রয়াগরাজের ব্যবসায়ীরাও এই ধরনের মূর্তি দোকানে রাখছেন। এই দিয়ে ৫ স্টার হোটেলের মতো ঘর সাজাতে পারেন যে কেউ। সংগৃহীত ছবি।
advertisement
*প্রয়াগরাজে হিন্দু হস্টেলের কাছে লাইন দিয়ে দোকান। পরপর বসে আছেন দোকানিরা সামনে সাজানো নানা রকমের মূর্তি। কোনওটা শুঁড় তোলা হাতি, কোনওটা আবার কলসি কাঁখে হাঁটছেন গ্রাম্যবধূ। আবক্ষ বুদ্ধ, রাধাকৃষ্ণও রয়েছে। রয়েছে রকমারি মুখোশ। এসবই মাটির তৈরি। কিন্তু দেখলে মনে হবে তামার। পথচলতি মানুষ থমকে দাঁড়াচ্ছেন। দর কষাকষি করছেন। তারপর কিনছেন পছন্দমতো মূর্তি। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*মূর্তির দাম কত: আশিস বলছেন, পোড়ামাটির মূর্তি তৈরি করতে সময় এবং পরিশ্রম, দুইই লাগে। সেই অনুযায়ী দাম রাখা হয়। পোড়ামাটির তৈরি মুখোশের দাম ৫০ টাকা থেকে শুরু। ছোট মূর্তির দাম প্রায় ৩০০ টাকা। বড় মূর্তি বলতে গণেশ, রাধাকৃষ্ণ ইত্যাদি। এই ধরনের মূর্তি সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হয়। এগুলোর ওজনও বেশি। এছাড়া পোড়ামাটির হাতি, ঘোড়া এমনকী হাঁড়িও বিক্রি হয়। সংগৃহীত ছবি।
advertisement
*বুদ্ধ মূর্তির চাহিদা সবচেয়ে বেশি: সাধারণত বাড়ি বা ঘর সাজানোর জন্যই পোড়ামাটির মূর্তি কিনে নিয়ে যান বেশিরভাগ গ্রাহক। এক্ষেত্রে বুদ্ধ মূর্তির চাহিদা সবচেয়ে বেশি। হিন্দু-মুসলমান, উভয় সম্প্রদায়ের মানুষই বুদ্ধ মূর্তি কিনে নিয়ে যান। এমনটাই জানাচ্ছেন আশিস। এই কারণে দোকানিরা বুদ্ধ মূর্তিই সবচেয়ে বেশি রাখেন। হিন্দু দেবতাদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় গণেশের মূর্তি। এছাড়া রাধাকৃষ্ণের মূর্তিরও ব্যাপক চাহিদা রয়েছে। সংগৃহীত ছবি।









