বুড়ি লাগছে? ঠোঁট কালো হয়ে যাচ্ছে? একটা কাজ করলেই ফিরে আসবে সেই মন ভোলানো গোলাপী আভা... বাড়িতেই আছে উপায়
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বিটরুটের রস ঠোঁটকে প্রাকৃতিক রঙ দেয়, যা ঠোঁটকে গোলাপী করতে সাহায্য করে। এটি নিয়মিত লাগালে কালচে ভাব কমে যায়। তাজা বিটরুটের রস বের করে ঘুমানোর আগে ঠোঁটে লাগান। অ্যালোভেরা জেলও ঠোঁটের ত্বককে পুনরুজ্জীবিত করে।
শরীরে জলের অভাবে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে এবং রং কালো হতে পারে। ঠিকমতো জলপান না করলে ঠোঁট ফাটে। ধূমপানের ফলেও ঠোঁটের টিস্যুতে নিকোটিন জমে যা ঠোঁটকে কালো করে। এই সমস্যা নিয়মিত ধূমপায়ীদের মধ্যে সাধারণ সমস্যা। এ ছাড়া কিছু লিপবাম বা লিপস্টিক তো আছেই যার রাসায়নিক পদার্থ ঠোঁটের কোমল ত্বকের ক্ষতি করে।
advertisement
আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ঘনশ্যাম শর্মা জানান, সূর্যের অতিবেগুনি রশ্মি ঠোঁটের রঙ কালো করতে পারে, বিশেষ করে যখন কাউকে সানস্ক্রিন ছাড়া বাইরে থাকতে হয়। অ্যালার্জি বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও ঠোঁটের রঙের পরিবর্তন হতে পারে। কিছু অ্যান্টিবায়োটিক এই সমস্যা সৃষ্টি করতে পারে। আরেকটি কারণ হতে পারে আয়রনের ঘাটতি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement