জামাকাপড়ে লাগা হলুদের দাগ কিছুতেই উঠছে না? এই ৪ উপায়ে ম্যাজিকের মতো উবে যাবে! করে দেখুন

Last Updated:
Yellow Stains On Clothes: কিছু সহজ ও ঘরোয়া টিপস মেনে চললেই এই দাগও যায় দূর। আপনার জামাকাপড় হয়ে উঠবে আগের মতোই ঝকঝকে! চলুন জেনে নেওয়া যাক এমনই ৪টি কার্যকরী উপায়!
1/7
নতুন জামায় এক চিমটে হলুদ লেগে গেলেই চিন্তায় পড়ে যান? যতবারই ধুয়ে ফেলুন, সেই হলদেটে দাগ যেন কিছুতেই যেতে চায় না? এমন সমস্যা অনেকেরই হয়। বিশেষ করে সাদা কিংবা হালকা রঙের জামায় হলুদের দাগ পড়লে সেটা দূর করা একপ্রকার দুঃসাধ্য।
নতুন জামায় এক চিমটে হলুদ লেগে গেলেই চিন্তায় পড়ে যান? যতবারই ধুয়ে ফেলুন, সেই হলদেটে দাগ যেন কিছুতেই যেতে চায় না? এমন সমস্যা অনেকেরই হয়। বিশেষ করে সাদা কিংবা হালকা রঙের জামায় হলুদের দাগ পড়লে সেটা দূর করা একপ্রকার দুঃসাধ্য মনে হয়। উপায় কি নেই? আছে! সেটাই জানাব আপনাকে। 
advertisement
2/7
কিছু সহজ ও ঘরোয়া টিপস মেনে চললেই এই দাগও যায় দূর। আপনার জামাকাপড় হয়ে উঠবে আগের মতোই ঝকঝকে! চলুন জেনে নেওয়া যাক এমনই ৪টি কার্যকরী উপায়!
কিছু সহজ ও ঘরোয়া টিপস মেনে চললেই এই দাগও যায় দূর। আপনার জামাকাপড় হয়ে উঠবে আগের মতোই ঝকঝকে! চলুন জেনে নেওয়া যাক এমনই ৪টি কার্যকরী উপায়!
advertisement
3/7
১. ঠান্ডা জল দিয়ে দ্রুত ধোওয়া:  হলুদ লেগে যাওয়ার সঙ্গে সঙ্গেই কাপড়টি ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। কখনওই গরম জল ব্যবহার করবেন না, কারণ গরম জল দাগ আরও পাকা করে দেয়। সঙ্গে লেবুর রস ও নুন মিশিয়ে দাগের ওপর লাগিয়ে হালকা করে ঘষে নিন। কয়েক মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন।
১. ঠান্ডা জল দিয়ে দ্রুত ধোওয়া: হলুদ লেগে যাওয়ার সঙ্গে সঙ্গেই কাপড়টি ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। কখনওই গরম জল ব্যবহার করবেন না, কারণ গরম জল দাগ আরও পাকা করে দেয়। সঙ্গে লেবুর রস ও নুন মিশিয়ে দাগের ওপর লাগিয়ে হালকা করে ঘষে নিন। কয়েক মিনিট রেখে তার পর ধুয়ে ফেলুন।
advertisement
4/7
২. বেকিং সোডা ও ভিনিগার: বেকিং সোডা ও ভিনিগার মিশিয়ে একটা পেস্ট তৈরি করে দাগের ওপর লাগান। কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে হালকা ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে দাগ অনেকটাই হালকা হয়ে যাবে।
২. বেকিং সোডা ও ভিনিগার: বেকিং সোডা ও ভিনিগার মিশিয়ে একটা পেস্ট তৈরি করে দাগের ওপর লাগান। কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে হালকা ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে দাগ অনেকটাই হালকা হয়ে যাবে।
advertisement
5/7
৩. ডিশওয়াশিং লিকুইড ব্যবহার: হলুদ কিংবা তেলের দাগ তুলতে ডিশওয়াশিং লিকুইড খুব কার্যকর। দাগের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ধুয়ে ফেললেই দাগ অনেকটাই চলে যাবে।
৩. ডিশওয়াশিং লিকুইড ব্যবহার: হলুদ কিংবা তেলের দাগ তুলতে ডিশওয়াশিং লিকুইড খুব কার্যকর। দাগের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ধুয়ে ফেললেই দাগ অনেকটাই চলে যাবে।
advertisement
6/7
৪. রোদে শুকনো:  ধোয়ার পর জামাকাপড় রোদে শুকতে দিন। সূর্যের আলো হলুদ রঙকে ফ্যাকাসে করে তোলে, ফলে দাগ অনেকটাই হালকা হয়ে যায়।
৪. রোদে শুকনো: ধোয়ার পর জামাকাপড় রোদে শুকতে দিন। সূর্যের আলো হলুদ রঙকে ফ্যাকাসে করে তোলে, ফলে দাগ অনেকটাই হালকা হয়ে যায়।
advertisement
7/7
এই ঘরোয়া এবং কম খরচের টিপসগুলি মেনে চললে আপনার কাপড়ের হলুদ দাগ হবে অতীত! জামাকাপড় ফিরে পাবে আগের মতো উজ্জ্বলতা ও সতেজতা।
এই ঘরোয়া এবং কম খরচের টিপসগুলি মেনে চললে আপনার কাপড়ের হলুদ দাগ হবে অতীত! জামাকাপড় ফিরে পাবে আগের মতো উজ্জ্বলতা ও সতেজতা।
advertisement
advertisement
advertisement