Health Tips: পুষ্টির খনি...! বছরে মেলে মাত্র ২ মাস, এভাবে খেলেই হাড় হবে লোহার মতো মজবুত, পেটের নোংরা বেরিয়ে আসবে ৭ দিনে!
- Published by:Riya Das
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Health Tips: বরবটি খেতে যেমন সুস্বাদু, তেমনই তা পুষ্টিগুণেও ভরপুর। এর মধ্যে উপস্থিত পুষ্টি উপাদান শরীরকে সুস্থ সবল রাখতে সাহায্য করে। আর বরবটি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী।
advertisement
advertisement
advertisement
বরবটিতে এমন পুষ্টি উপাদান রয়েছে, যা হাড়কে মজবুত করে এবং শরীরে শক্তিও জোগায়। এছাড়া এই সবজি গ্যাস এবং অ্যাসিডিটির মতো পেটের সমস্যা উপশম করতেও সাহায্য করে। বরবটি বিশেষত বর্ষাকালেই পাওয়া যায় এবং এই সময়ে তা খাওয়া বিশেষ উপকারী বলে মনে করা হয়। প্রায় দুই থেকে আড়াই মাস এই সবজি বাজারে পাওয়া যায়।
advertisement
বরবটি অন্যান্য সবজি যেমন - আলুর সঙ্গে মিশিয়ে রান্না করা যায়,। যা স্বাদ এবং পুষ্টি উভয় ক্ষেত্রেই চমৎকার। ডা. চন্দ্রপ্রকাশ দীক্ষিতের মতে, এই সবজি শরীরের জন্য একটি ওষুধ হিসাবে প্রমাণিত হতে পারে। তিনি দাবি করেন যে, বিশেষ করে হাড় মজবুত করতে, পেটের সমস্যার চিকিৎসা করতে এবং শরীরে শক্তি বৃদ্ধিতে ব্যবহার করা যেতে পারে এই সবজি।
advertisement