World No Tobacco Day 2025: সময় পেলেই সিগারেটে 'ফু' দিচ্ছেন! সাবধান, আপনার শরীরে ক্যানসারের সম্ভাবনা বাড়ছে ৪ গুন গতিতে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
World No Tobacco Day 2025: বিশ্ব তামাকবিরোধী দিবসে চিকিৎসকরা জানালেন, ধূমপান ও ভেপিং একসঙ্গে করলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি ৪ গুণ বেড়ে যায়। তামাকের নেশা শুধু ফুসফুস নয়, নারীদের হরমোন ও প্রজনন ব্যবস্থাতেও ভয়ানক প্রভাব ফেলছে...
advertisement
advertisement
প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাক বিরোধী দিবস (World No Tobacco Day) পালিত হয়, যার লক্ষ্য মানুষকে তামাকের ক্ষতির বিষয়ে সচেতন করা। অবাক হওয়ার বিষয়, ভারতে প্রতিদিন প্রায় ৫৫০০ শিশু তামাক সেবন শুরু করছে। শহরগুলোতে সিগারেট এবং ই-সিগারেটের প্রবণতা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা এটাকে জনস্বাস্থ্যের জন্য “পারফেক্ট স্টর্ম” হিসেবে বর্ণনা করেছেন। তামাক ফুসফুসের ক্যানসার ও হৃদরোগসহ নানা অসুখের মূল কারণ। বড়সংখ্যক তরুণ এই আসক্তির শিকার।
advertisement
advertisement
তামাকের মধ্যে রয়েছে নিকোটিন, যা তরুণদের মধ্যে আসক্তি তৈরি করে। প্রায় ৪০% ফুসফুসের ক্যান্সার ধূমপান বা ভেপিংয়ের কারণে হয়, আর ২০% মানুষ স্মোকলেস তামাক যেমন খৈনি ও গুটখা খাওয়ার কারণে ক্যানসারে আক্রান্ত হয়। প্রায় ২০% কেস দীর্ঘসময় দূষিত বায়ুমণ্ডলে থাকার কারণে হয়। ধূমপান না করার পরেও জিনগত কারণে ক্যানসারের ঝুঁকি থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement