Wooden Utensils: বাড়িতে থাকা এই ২ উপাদানে কাঠের বাসন পরিষ্কার হবে এক নিমেষে! জানলে অবাক হবেন

Last Updated:
যে কোনও বাসন পরিষ্কার ও চকচকে রাখাতে কার না ভাল লাগে? কাঠের পাত্র পরিষ্কার করতে হলে তা বেশ সমস্যার হয়। এই বাসন অন্যান্য বাসনের মতো কেবল পরিষ্কার করলে হয় না। তাতে নানা দাগ থেকে যায়। পাশাপাশি বাসন নষ্ট হয়ে যাওয়ারও অনেক সম্ভবনা থাকে। সহজে কী ভাবে এই বাসন পরিষ্কার করা যাবে তা জেনে নিন।
1/6
যে কোনও বাসন পরিষ্কার ও চকচকে রাখাতে কার না ভাল লাগে? কাঠের পাত্র পরিষ্কার করতে হলে তা বেশ সমস্যার হয়। এই বাসন অন্যান্য বাসনের মতো কেবল পরিষ্কার করলে হয় না। তাতে নানা দাগ থেকে যায়। পাশাপাশি বাসন নষ্ট হয়ে যাওয়ারও অনেক সম্ভবনা থাকে। সহজে কী ভাবে এই বাসন পরিষ্কার করা যাবে তা জেনে নিন।
যে কোনও বাসন পরিষ্কার ও চকচকে রাখাতে কার না ভাল লাগে? কাঠের পাত্র পরিষ্কার করতে হলে তা বেশ সমস্যার হয়। এই বাসন অন্যান্য বাসনের মতো কেবল পরিষ্কার করলে হয় না। তাতে নানা দাগ থেকে যায়। পাশাপাশি বাসন নষ্ট হয়ে যাওয়ারও অনেক সম্ভবনা থাকে। সহজে কী ভাবে এই বাসন পরিষ্কার করা যাবে তা জেনে নিন।
advertisement
2/6
বাসন বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি তার মধ্যে গৃহস্থালিতে বিশেষ অনুষ্ঠানে, বিশেষ করে পুজোয় বা মাঙ্গলিক অনুষ্ঠানে এই বাসন ব্যবহার করা হয়ে থাকে। কী ভাবে পরিস্কার থাকবে কাঠের বাসন তার জন্য রইল কিছু টিপস।
বাসন বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি তার মধ্যে গৃহস্থালিতে বিশেষ অনুষ্ঠানে, বিশেষ করে পুজোয় বা মাঙ্গলিক অনুষ্ঠানে এই বাসন ব্যবহার করা হয়ে থাকে। কী ভাবে পরিস্কার থাকবে কাঠের বাসন তার জন্য রইল কিছু টিপস।
advertisement
3/6
কীভাবে কাঠের বাসন পরিষ্কার করবেন? কাঠের পাত্রে দাগ পরিষ্কার করা দুঃসাধ্য হয়ে পরে অনেক সময়। খুব শক্তি দিয়ে স্ক্রাব করলে আঁচড় পড়ে যেতে পারে।
কীভাবে কাঠের বাসন পরিষ্কার করবেন? কাঠের পাত্রে দাগ পরিষ্কার করা দুঃসাধ্য হয়ে পরে অনেক সময়। খুব শক্তি দিয়ে স্ক্রাব করলে আঁচড় পড়ে যেতে পারে।
advertisement
4/6
এই সমস্যা দূর হতে পারে আপনার বাড়ির রান্না ঘরে থাকা এমন একটি অতি সাধারণ উপাদান দিয়ে, যা আপনি ভাবতেও পারবেন না। তা হল নুন। তাঁর সঙ্গে লাগবে লেবু।
এই সমস্যা দূর হতে পারে আপনার বাড়ির রান্না ঘরে থাকা এমন একটি অতি সাধারণ উপাদান দিয়ে, যা আপনি ভাবতেও পারবেন না। তা হল নুন। তাঁর সঙ্গে লাগবে লেবু।
advertisement
5/6
গৃহস্থালিতে সরবত থেকে শুরু করে খাবারে টক স্বাদ আনতে লেবুতো সকলেই অল্প বিস্তর ব্যবহার করে। কিন্তু সেটি ব্যবহার করেই যে কাঠের বাসন পরিষ্কার করা যায় তা আমরা অনেকেই জানি না। ঠিক কী ভাবে কাঠের বাসন লেবু দিয়ে পরিষ্কার করা যাবে তা এখানে বলা হল।
গৃহস্থালিতে সরবত থেকে শুরু করে খাবারে টক স্বাদ আনতে লেবুতো সকলেই অল্প বিস্তর ব্যবহার করে। কিন্তু সেটি ব্যবহার করেই যে কাঠের বাসন পরিষ্কার করা যায় তা আমরা অনেকেই জানি না। ঠিক কী ভাবে কাঠের বাসন লেবু দিয়ে পরিষ্কার করা যাবে তা এখানে বলা হল।
advertisement
6/6
গরম জলে সাবান দিয়ে প্রথমে ভাল করে ধুয়ে নিন। হয়ে গেলে পাত্রে কিছু লবণ ছিটিয়ে লেবু দিয়ে ভালো করে ঘষে নিন। লবণ দ্রবীভূত হওয়ার পরে, এটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এবং পাত্রটি ভাল ভাবে শুকিয়ে নিন।
গরম জলে সাবান দিয়ে প্রথমে ভাল করে ধুয়ে নিন। হয়ে গেলে পাত্রে কিছু লবণ ছিটিয়ে লেবু দিয়ে ভালো করে ঘষে নিন। লবণ দ্রবীভূত হওয়ার পরে, এটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এবং পাত্রটি ভাল ভাবে শুকিয়ে নিন।
advertisement
advertisement
advertisement