Women's Health tips : বাচ্চাকে স্তন্যপান করাচ্ছেন? নতুন মা হওয়া মহিলারা ভুলেও যে কাজগুলি করবেন না
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Women's Health tips :যে মায়েরা সন্তানকে স্তন্যপান করান তাঁদের জন্য চিকিৎসকরা বিশেষ কিছু পরামর্শ দিচ্ছেন।
প্রথম ছয়মাস শিশুকে স্তন্যপান করানোর পরামর্শ দেন চিকিৎসক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শিশুর প্রথম খাদ্যই এটি। তাই তার বেড়ে ওঠার পিছনে মাতৃদুগ্ধের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি শিশুর যে পরিমাণ পুষ্টি লাগে তা মাতৃদুগ্ধের মধ্যেই থাকে। শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা, মস্তিষ্কের বিকাশ হয় স্তন্যপান করেই। আর তাই সদ্য মা হওয়া মহিলাদেরও ডায়েটে বেশ কিছু দিকে নজর দেওয়া উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
এনার্জি প্রদান করা ছাড়াও খাবারে স্বাদ আনতে তেলের ভূমিকা আছে। শিশুর মস্তিষ্ক ও স্নায়ু বিকাশে স্বাস্থ্যকর ভেজিটেবল তেল সাহায্য করে। মায়ের শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব হলে তা শিশুর বিকাশেও ঘাটতি তৈরি করে। মস্তিষ্কের বিকাশ ও রেড ব্লাড সেল তৈরির জন্য দরকার ভিটামিন বি১২। এর জন্য আমিষ খাবার খাওয়ার পরামর্শ দেন।
advertisement
advertisement
advertisement
