রান্না করতে করতে সিলিন্ডারে আগুন? ভয় পাবেন না...প্রাণ বাঁচাতে এই ৫টি জিনিস মনে রাখুন!

Last Updated:
Cylinder safety Tips: মহিলা কর্মীদের শেখানো হল সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে জীবন রক্ষা করবেন। দুর্যোগ বিশেষজ্ঞ জানালেন কী করবেন আর কী করবেন না।
1/9
ভাবুন তো, আপনি রান্নাঘরে রান্না করছেন আর হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের শিখা উঠতে শুরু করল! এমন মুহূর্তে আতঙ্কে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন, যার ফলে দুর্ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অথচ, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে দুর্ঘটনা এড়ানো সম্ভব—এমনকি জীবন বাঁচানোও যায়।
ভাবুন তো, আপনি রান্নাঘরে রান্না করছেন আর হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের শিখা উঠতে শুরু করল! এমন মুহূর্তে আতঙ্কে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন, যার ফলে দুর্ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অথচ, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে দুর্ঘটনা এড়ানো সম্ভব—এমনকি জীবন বাঁচানোও যায়। (Representative Image: AI)
advertisement
2/9
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার আজ প্রায় প্রতিটি বাড়ির নিত্যদিনের বাস্তবতা। কিন্তু সামান্য অসতর্কতা যে কী ভয়ঙ্কর দুর্ঘটনার রূপ নিতে পারে, তা আমরা প্রায়শই উপেক্ষা করি। হঠাৎ যদি সিলিন্ডার থেকে আগুনের শিখা ছুটে আসে—সেই মুহূর্তে আতঙ্ক নয়, দরকার সঠিক সিদ্ধান্ত।
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার আজ প্রায় প্রতিটি বাড়ির নিত্যদিনের বাস্তবতা। কিন্তু সামান্য অসতর্কতা যে কী ভয়ঙ্কর দুর্ঘটনার রূপ নিতে পারে, তা আমরা প্রায়শই উপেক্ষা করি। হঠাৎ যদি সিলিন্ডার থেকে আগুনের শিখা ছুটে আসে—সেই মুহূর্তে আতঙ্ক নয়, দরকার সঠিক সিদ্ধান্ত। (Representative Image: AI)
advertisement
3/9
এই উদ্দেশ্যেই ফরিদাবাদের সেক্টর ১২-র লেবার কোর্ট ক্যান্টিনে আয়োজিত হল একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবির। ক্যান্টিনের মহিলা কর্মী ও সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের সেখানে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়—যদি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে, তবে কীভাবে সামাল দেবেন।
এই উদ্দেশ্যেই ফরিদাবাদের সেক্টর ১২-র লেবার কোর্ট ক্যান্টিনে আয়োজিত হল একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবির। ক্যান্টিনের মহিলা কর্মী ও সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের সেখানে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়—যদি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে, তবে কীভাবে সামাল দেবেন। (Representative Image: AI)
advertisement
4/9
এই প্রশিক্ষণ পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স বিশেষজ্ঞ ডঃ এমপি সিং। তিনি বলেন, ‘‘সিলিন্ডারে আগুন লাগলে প্রথমেই আতঙ্কিত হবেন না। অনেকেই প্রথমে আগুনের স্ফুলিঙ্গ উপেক্ষা করেন, কিংবা ভয় পেয়ে সময়মতো প্রতিক্রিয়া দেখাতে পারেন না—ফলে আগুন মারাত্মক রূপ নেয়।’’
এই প্রশিক্ষণ পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স বিশেষজ্ঞ ডঃ এমপি সিং। তিনি বলেন, ‘‘সিলিন্ডারে আগুন লাগলে প্রথমেই আতঙ্কিত হবেন না। অনেকেই প্রথমে আগুনের স্ফুলিঙ্গ উপেক্ষা করেন, কিংবা ভয় পেয়ে সময়মতো প্রতিক্রিয়া দেখাতে পারেন না—ফলে আগুন মারাত্মক রূপ নেয়।’’ (Representative Image: AI)
advertisement
5/9
তিনি জানান, আগুন মূলত বাতাসের সংস্পর্শে এলেই ছড়িয়ে পড়ে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আগুনের শিখা জলেভেজা কাপড় বা মাটি দিয়ে ঢেকে ফেলা উচিত। ডঃ সিং স্পষ্ট করে বলেন, ‘‘শুকনো কাপড় ব্যবহার করবেন না—ওটা আগুনে পুড়ে পরিস্থিতি আরও খারাপ করতে পারে।’’
তিনি জানান, আগুন মূলত বাতাসের সংস্পর্শে এলেই ছড়িয়ে পড়ে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আগুনের শিখা জলেভেজা কাপড় বা মাটি দিয়ে ঢেকে ফেলা উচিত। ডঃ সিং স্পষ্ট করে বলেন, ‘‘শুকনো কাপড় ব্যবহার করবেন না—ওটা আগুনে পুড়ে পরিস্থিতি আরও খারাপ করতে পারে।’’ (Representative Image: AI)
advertisement
6/9
প্রশিক্ষণের সময় এক মহিলা কর্মী সুমন যখন নিজের আঙুল দিয়ে আগুন নিভিয়ে দেন, তখন উপস্থিত সকলের নজর কাড়েন তিনি। তাঁর সাহস দেখে অন্য মহিলারাও উৎসাহিত হন ও সক্রিয়ভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ডঃ সিং বলেন, ‘‘এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হল মানুষ যেন আতঙ্ক ছাড়াই সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারে।’’
প্রশিক্ষণের সময় এক মহিলা কর্মী সুমন যখন নিজের আঙুল দিয়ে আগুন নিভিয়ে দেন, তখন উপস্থিত সকলের নজর কাড়েন তিনি। তাঁর সাহস দেখে অন্য মহিলারাও উৎসাহিত হন ও সক্রিয়ভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ডঃ সিং বলেন, ‘‘এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হল মানুষ যেন আতঙ্ক ছাড়াই সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারে।’’ (Representative Image: AI)
advertisement
7/9
রান্নাঘরে জীবন বাঁচাতে এই ৫টি সতর্কতা মেনে চলুন: 1. রান্নাঘরে কাচের পাত্র, দাহ্য পদার্থ কিংবা কেরোসিন কখনও রাখবেন না। 2. ঢিলেঢালা পোশাক পরে রান্না করা এড়িয়ে চলুন।
রান্নাঘরে জীবন বাঁচাতে এই ৫টি সতর্কতা মেনে চলুন: 1. রান্নাঘরে কাচের পাত্র, দাহ্য পদার্থ কিংবা কেরোসিন কখনও রাখবেন না। 2. ঢিলেঢালা পোশাক পরে রান্না করা এড়িয়ে চলুন। (Representative Image: AI)
advertisement
8/9
3. গরম বাসন ধরার আগে তার অবস্থা ভালভাবে পরীক্ষা করুন।4. তেলে ফোড়ন দেওয়ার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন, কারণ তেলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 5. সিলিন্ডার থেকে আগুন উঠলে ভেজা কাপড় বা মাটি দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে ফেলুন। কখনও শুকনো কাপড় দেবেন না।
3. গরম বাসন ধরার আগে তার অবস্থা ভালভাবে পরীক্ষা করুন। 4. তেলে ফোড়ন দেওয়ার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন, কারণ তেলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 5. সিলিন্ডার থেকে আগুন উঠলে ভেজা কাপড় বা মাটি দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে ফেলুন। কখনও শুকনো কাপড় দেবেন না। (Representative Image: AI)
advertisement
9/9
ডঃ সিং-এর আবেদন—‘‘এই প্রশিক্ষণ শুধু একটি ক্যান্টিনে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পাড়া, প্রতিটি স্কুল, প্রতিটি পরিবারে ছড়িয়ে দেওয়া উচিত। এই কাজ জনস্বার্থ এবং জাতীয় স্বার্থে—সচেতন সমাজ গড়ে তুলতেই হবে।’’তিনি জানান, কেউ চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করতে পারেন।
ডঃ সিং-এর আবেদন—‘‘এই প্রশিক্ষণ শুধু একটি ক্যান্টিনে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পাড়া, প্রতিটি স্কুল, প্রতিটি পরিবারে ছড়িয়ে দেওয়া উচিত। এই কাজ জনস্বার্থ এবং জাতীয় স্বার্থে—সচেতন সমাজ গড়ে তুলতেই হবে।’’ তিনি জানান, কেউ চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করতে পারেন। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement