রান্না করতে করতে সিলিন্ডারে আগুন? ভয় পাবেন না...প্রাণ বাঁচাতে এই ৫টি জিনিস মনে রাখুন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Cylinder safety Tips: মহিলা কর্মীদের শেখানো হল সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে জীবন রক্ষা করবেন। দুর্যোগ বিশেষজ্ঞ জানালেন কী করবেন আর কী করবেন না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রশিক্ষণের সময় এক মহিলা কর্মী সুমন যখন নিজের আঙুল দিয়ে আগুন নিভিয়ে দেন, তখন উপস্থিত সকলের নজর কাড়েন তিনি। তাঁর সাহস দেখে অন্য মহিলারাও উৎসাহিত হন ও সক্রিয়ভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ডঃ সিং বলেন, ‘‘এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হল মানুষ যেন আতঙ্ক ছাড়াই সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারে।’’ (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
ডঃ সিং-এর আবেদন—‘‘এই প্রশিক্ষণ শুধু একটি ক্যান্টিনে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পাড়া, প্রতিটি স্কুল, প্রতিটি পরিবারে ছড়িয়ে দেওয়া উচিত। এই কাজ জনস্বার্থ এবং জাতীয় স্বার্থে—সচেতন সমাজ গড়ে তুলতেই হবে।’’ তিনি জানান, কেউ চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করতে পারেন। (Representative Image: AI)