Women Men Relationship: শুধু নারীই পারে 'এই' কাজ! দশ গোল খায় পুরুষ! কী এমন সেই 'কাজ'?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Women Men Relationship: ৫ বিষয়। এসব কাজে মেয়েরা ওস্তাদ। ছেলেরা তাদের ধারে-কাছেও নেই।
advertisement
advertisement
১. আবেগের আধার নারী। আবেগের সূক্ষ্ম বিশ্লেষণে মেয়েরা দুর্দান্ত পটু। প্রত্যেক নারী মনে সব সময়ই কোনও না কোনও আবেগ খেলা করে। ছেলেদের একটা দিনে মনের মাঝে এমন কি-ই বা আবেগের স্ফূরণ ঘটে? হাসি, বিরক্তি বা ঘুমকাতুরে অনুভূতি। কিন্তু মেয়েদের আবেগের রকমফের গুনে শেষ করা যাবে না। তারা হাসছে, কাঁদছে, ভালোবাসা প্রকাশ করছে বা চিন্তায় অস্থির। ক্ষণে ক্ষণে মনের আবহাওয়া বদলে যায় তাদের। সূত্র: ইউটিউব
advertisement
advertisement
advertisement
advertisement
৪. একযোগে একাধিক কাজ করা কঠিন চ্যালেঞ্জ যা সামলাতেও ছেলেদের দশ গোল দিতে পারে মেয়েরা। বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, মাল্টি টাস্কিংয়ে মেয়েরা অনেক বেশি দক্ষ। সন্তান পালন থেকে শুরু করে অফিস-আদালত দাপিয়ে বেড়ায় আজকের নারী। তবে প্রাচীন যুগেও নারীদের ঘরের কাজে বৈচিত্র থাকলেও তাঁরা তা দারুণ সুন্দরভাবে সামলেছেন।
advertisement
advertisement
৫. নারীর বিবর্তন যুগে যুগে: প্রাণীর বিবর্তন ঘটে। পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে মেয়েদেরও বিবর্তন ঘটেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের বিবর্তন ঘটছে এবং নারী দিন দিন আরও আকর্ষনীয় আর হৃদয়গ্রাহী হয়ে উঠছে ক্রমশ। আর এমন অনেক কিছুই আছে যে কাজে তাঁরা পুরুষদের পিছনে ফেলে এগিয়ে যান। আর এমনও অনেক কাজ রয়েছে যা পুরুষ চাইলেও করতে পারেন না। শুধু নারীই পারেন। সূত্র: ইউটিউব