Woman Scares of Overflowing Water: বাথরুমে উপচে পড়া জল দেখলেই অচৈতন্য হয়ে যান মহিলা, পিছনের কারণ জানলে শিউরে উঠবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এই পৃথিবীতে এমন অনেক ফোবিয়া আছে যা দেখে সাধারণ মানুষ অবাক হলেও, এর পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর সব কারণ৷
advertisement
advertisement
৪৮ বছর বয়সী Darcy Craft Buckinghamshire, United Kingdom-এর বাসিন্দা৷ তিনি জানান, চার বছর বয়স থেকেই জলের প্রতি তাঁর একটা অদ্ভুত ভয় আছে৷ ছোটবেলার ট্রমা কখনও কখনও হয়ে ওঠে ভয়ঙ্কর আর এই মহিলার ক্ষেত্রেও তাই হয়েছিল৷ তাঁর মা যখন স্নান করছিলেন তখন হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে পড়ে৷ জলে ভেসে যায় চারদিক৷ তাঁর মায়ের কিছু হয়নি ঠিকই কিন্ত Darcy-র মনে জলের আতঙ্ক তৈরি হয়৷ কোথাও উপচে পড়া জল দেখলেই তিনি অজ্ঞান হয়ে যান৷
advertisement
advertisement