Woman Scares of Overflowing Water: বাথরুমে উপচে পড়া জল দেখলেই অচৈতন্য হয়ে যান মহিলা, পিছনের কারণ জানলে শিউরে উঠবেন

Last Updated:
এই পৃথিবীতে এমন অনেক ফোবিয়া আছে যা দেখে সাধারণ মানুষ অবাক হলেও, এর পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর সব কারণ৷
1/5
স্ট্রেস কমাতে দিনের শেষে আরাম পেতে রাতে শোওয়ার আগে গরম জলে স্নান করেন অনেকেই। গ্রীষ্মকালে এর মাত্রা বেড়ে যায়। শরীরের তাপমাত্রা পরিবর্তনের ফলে নিমেষে ঘুমিয়ে পড়তে সাহায্য করে এই পরিস্থিতি। তবে বেশ কয়েকটি গবেষণায় জানানো হয়েছে, ঘুমানোর আগে গরম জলে স্নান করলে বা শাওয়ার নিলে ঘুমের মান উন্নত হয়।
স্ট্রেস কমাতে দিনের শেষে আরাম পেতে রাতে শোওয়ার আগে গরম জলে স্নান করেন অনেকেই। গ্রীষ্মকালে এর মাত্রা বেড়ে যায়। শরীরের তাপমাত্রা পরিবর্তনের ফলে নিমেষে ঘুমিয়ে পড়তে সাহায্য করে এই পরিস্থিতি। তবে বেশ কয়েকটি গবেষণায় জানানো হয়েছে, ঘুমানোর আগে গরম জলে স্নান করলে বা শাওয়ার নিলে ঘুমের মান উন্নত হয়।
advertisement
2/5
গরমে ঠান্ডা জলে স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠান্ডা জলে স্নান করলে ত্বকের ব়্যাশ দূর করা সহজ হয়। এ ছাড়া গরমে দেহের তাপমাত্রা বজায় রাখতে ঠান্ডা জলে স্নান করতে হবে। কিন্তু যার জল দেখলেই ভয়? শুধু ভয় না, অসম্ভব ভয়৷ যাকে বলে ফোবিয়া, তিনি কী করবেন? এমনই এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে সদ্য৷
গরমে ঠান্ডা জলে স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠান্ডা জলে স্নান করলে ত্বকের ব়্যাশ দূর করা সহজ হয়। এ ছাড়া গরমে দেহের তাপমাত্রা বজায় রাখতে ঠান্ডা জলে স্নান করতে হবে। কিন্তু যার জল দেখলেই ভয়? শুধু ভয় না, অসম্ভব ভয়৷ যাকে বলে ফোবিয়া, তিনি কী করবেন? এমনই এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে সদ্য৷
advertisement
3/5
৪৮ বছর বয়সী Darcy Craft Buckinghamshire, United Kingdom-এর বাসিন্দা৷ তিনি জানান, চার বছর বয়স থেকেই জলের প্রতি তাঁর একটা অদ্ভুত ভয় আছে৷ ছোটবেলার ট্রমা কখনও কখনও হয়ে ওঠে ভয়ঙ্কর আর এই মহিলার ক্ষেত্রেও তাই হয়েছিল৷ তাঁর মা যখন স্নান করছিলেন তখন হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে পড়ে৷ জলে ভেসে যায় চারদিক৷ তাঁর মায়ের কিছু হয়নি ঠিকই কিন্ত Darcy-র মনে জলের আতঙ্ক তৈরি হয়৷ কোথাও উপচে পড়া জল দেখলেই তিনি অজ্ঞান হয়ে যান৷
৪৮ বছর বয়সী Darcy Craft Buckinghamshire, United Kingdom-এর বাসিন্দা৷ তিনি জানান, চার বছর বয়স থেকেই জলের প্রতি তাঁর একটা অদ্ভুত ভয় আছে৷ ছোটবেলার ট্রমা কখনও কখনও হয়ে ওঠে ভয়ঙ্কর আর এই মহিলার ক্ষেত্রেও তাই হয়েছিল৷ তাঁর মা যখন স্নান করছিলেন তখন হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে পড়ে৷ জলে ভেসে যায় চারদিক৷ তাঁর মায়ের কিছু হয়নি ঠিকই কিন্ত Darcy-র মনে জলের আতঙ্ক তৈরি হয়৷ কোথাও উপচে পড়া জল দেখলেই তিনি অজ্ঞান হয়ে যান৷
advertisement
4/5
এখানেই শেষ নয়৷ এরপরে একবার তিনি ডুবেও গিয়েছিলেন৷ একবার অচৈতন্যও হয়ে যান৷
এখানেই শেষ নয়৷ এরপরে একবার তিনি ডুবেও গিয়েছিলেন৷ একবার অচৈতন্যও হয়ে যান৷
advertisement
5/5
এই পৃথিবীতে এমন অনেক ফোবিয়া আছে যা দেখে সাধারণ মানুষ অবাক হলেও, এর পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর সব কারণ৷
এই পৃথিবীতে এমন অনেক ফোবিয়া আছে যা দেখে সাধারণ মানুষ অবাক হলেও, এর পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর সব কারণ৷
advertisement
advertisement
advertisement