Winter Travel: মল্ল রাজাদের স্মৃতি বিজড়িত বিষ্ণুপুর! শীতের ছুটিতে মিস করবেন না এই ৫টি জায়গা
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Winter Travel: মন্দির, জলাশয় ও টেরাকোটার স্থাপত্য মিলিয়ে শীতকালে বিষ্ণুপুর ভ্রমণ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
শীত মানেই ভ্রমণের আদর্শ সময়। কনকনে ঠান্ডা, হালকা রোদ আর পরিষ্কার আকাশ—এই আবহেই সবচেয়ে ভালভাবে ধরা দেয় ইতিহাস, স্থাপত্য আর সংস্কৃতির মেলবন্ধন। শীতের মরশুমে তাই পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে ওঠে বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী শহর বিষ্ণুপুর। মল্ল রাজাদের রাজধানী হিসেবে পরিচিত এই শহরে ছড়িয়ে রয়েছে টেরাকোটার অনন্য নিদর্শন, জলাশয়, মন্দির ও লোকসংস্কৃতির ঐতিহ্য। শীতকালে বিষ্ণুপুরে ঘুরে দেখার মত এমনই পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গা তুলে ধরা হল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পঞ্চম গন্তব্য দলমাদল কামান। মল্ল রাজাদের সামরিক শক্তির স্মারক এই ঐতিহাসিক কামান আজও বিষ্ণুপুরের গর্ব। শীতের বিকেলে এই স্থানে দাঁড়িয়ে অতীতের ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে।সব মিলিয়ে বলা যায়, শীতকালে বিষ্ণুপুর ভ্রমণ ইতিহাস ও প্রকৃতিকে কাছ থেকে জানার এক ভাল সুযোগ। তাই এই শীতে ঘুরতে যাওয়ার পরিকল্পনায় বিষ্ণুপুর থাকলে অভিজ্ঞতা নিঃসন্দেহে স্মরণীয় হবে।









