আমিনিয়া-নিউ মার্কেট, গোলপার্ক, সল্টলেক, ব্যারাকপুর, শ্রীরামপুর, যশোর রোড, বেহালা সহ অন্যান্য আউটলেটে শীতের স্পেশ্যাল মেনু পাওয়া যাবে ১৫ই ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত৷ বাহারি আহারে থাকছে নল্লি নিহারি দরবার, তাফতান রুটি, গাজরের হালুয়া৷ দু'জনের জন্য খরচ ৫০০ টাকা(আনুমানিক)৷