Winter Picnic Spot Near Kolkata: শীতের পিকনিক, কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে ৫টি 'লাভলি' পিকনিক স্পট! অল্প সময়ে পৌঁছে যাবেন, রইল ঠিকানা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
ব্যস্ত শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে খোলা আকাশের নিচে সারাদিন কাটানোর আনন্দ আলাদা। আর সেই কারণেই কলকাতার এক ঘন্টার পথেই রয়েছে বেশ কিছু মনোরম, পরিচ্ছন্ন ও জনপ্রিয় পিকনিক স্পট, যেখানে শীতের রোদে মেতে ওঠা যায় আনন্দে।
শীত পড়তেই কলকাতা ও আশপাশে শুরু হয় ঘোরাঘুরি আর পিকনিকের রমরমা। ব্যস্ত শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে খোলা আকাশের নিচে সারাদিন কাটানোর আনন্দ আলাদা। আর সেই কারণেই কলকাতার এক ঘন্টার পথেই রয়েছে বেশ কিছু মনোরম, পরিচ্ছন্ন ও জনপ্রিয় পিকনিক স্পট, যেখানে শীতের রোদে মেতে ওঠা যায় আনন্দে।
advertisement
advertisement
advertisement
টাকির পাশাপাশি শহরের খুব কাছে থাকা সত্ত্বেও এক নতুন মনোরম ঠিকানায় পরিণত হয়েছে ইছামতির ধারের হংকং উদ্যান। সাজানো লন, ছায়াময় বসার জায়গা, নদীর সান্নিধ্য এবং পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশের জন্য এই স্পট দ্রুতই জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। কলকাতা থেকে স্বল্প দূরত্বেই এমন নদীপাড়ের পরিবেশ পেয়ে অনেকে এখন এটাই বেছে নিচ্ছেন শীতের দিনের পিকনিকের জন্য।
advertisement
অন্যদিকে প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হিঙ্গলগঞ্জের সুন্দরবন কালিতলা অঞ্চল। কলকাতা থেকে খুব বেশি দূরে না হলেও এখানে রয়েছে সুন্দরবনের শুরু হওয়া ঘন সবুজ অরণ্য, নদীর ধারের নীরবতা এবং প্রকৃতির অমলিন সৌন্দর্য। অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চাইলে এই অঞ্চল শীতের সেরা গন্তব্য। তবে নিরাপত্তা ও অনুমতির বিষয়ে সতর্ক থাকা জরুরি।
advertisement
