Hair Care: প্রাণহীন খরখরে, ড্রাই চুল নিয়ে হতাশ! সাধারণ যত্নেই হবে ঝলমলে-বাউন্সি, থাকবে না খুশকির বংশ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Hair Care Tips: শীতকালে ত্বক ও চুলের নানা ধরনের সমস্যা দেখা দেয়। শীতে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। এ সময় চুলের যত্ন নিতে হলে কিছু টিপস মেনে চলতে পারেন ।
advertisement
advertisement
*ভিজে চুলে না শুকিয়েই অনেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এটিও ডেকে আনতে পারে নানা ধরনের সমস্যা। ভিজে চুলে ঠান্ডা হাওয়া লাগলে চুল শুকোতে চায় না। জল জমে যেতে পারে মাথায়। তাতে ঠান্ডা লেগে সর্দিকাশি তো হতেই পারে, সঙ্গে খারাপ হয়ে যেতে পারে চুলের মানও। দিনের পর দিন এভাবে জল জমতে থাকলে একটা সময়ের পরে চুল পড়তে শুরু করে।
advertisement
*বাইরের ধুলাবালি আর দূষণের কারণে অনেকেই প্রতিদিন চুলে শ্যাম্পু করে থাকেন। প্রতিদিন শ্যাম্পু করার ফলে মাথার ত্বকের প্রাকৃতিক তেলও ধুয়ে যায়। যার ফলে চুল হয়ে যায় রুক্ষ এবং শুকনো। আবার চুল নিয়মিত ভাল করে না ধুলেও কিন্তু খুব বিপদ। চুলের গোড়ায় ময়লা জমে খুশকি-সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু দিয়ে চুল ধুতে হবে।
advertisement
