Winter Foods: শীতে অবশ্যই খান এই সাত খাবার, সর্দি কাশি গা ঘেঁষবে না, বাপ বাপ করে পালাবে বাকি রোগ!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Winter Foods: ডিসেম্বর মাস শুরু হয়েছে এবং শীত জাঁকিয়ে পড়তে শুরু করেছে। কনকনে ঠান্ডায় সবাই গরম কাপড়ে মুড়ে থাকতে বাধ্য। শীতে যদি ঠান্ডার কারণে অস্বস্তি হয় এবং কয়েকটি সোয়েটার বা জ্যাকেট পরেও শিরশিরানি অনুভব করেন, তাহলে এখন থেকেই এমন কিছু খাবার খাওয়া শুরু করুন, যা আপনার শরীরকে উষ্ণ রাখবে।
advertisement
advertisement
advertisement
মেথি খানমেথি বীজ দিয়ে তৈরি লাড্ডু শীতকালে খেলে শরীর ভেতর থেকে গরম থাকে। তবে প্রতিদিন একটির বেশি না খাওয়াই ভালো। মেথি দিয়ে তরকারি, পরোটা বা মেথির পাতা রান্না করতে পারেন। এতে প্রোটিন, ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম, ভিটামিন এ, সি, বি৬, ক্যালসিয়াম এবং পটাসিয়াম রয়েছে, যা শরীরকে উষ্ণ এবং সুস্থ রাখে।
advertisement
advertisement
advertisement
advertisement