Winter Face wash: শীতকালে ত্বকের ‘ফুটিফাটা’ অবস্থা? জেনে নিন মুখ ধুতে কোন স্কিনের জন্য কোন ফেশওয়াশ আদর্শ?

Last Updated:
Winter Face wash: শীতে ত্বকের অবস্থা বেহাল৷ জেনে নিন কোন ত্বকের জন্য কী ধরনের ফেশওয়াশ জরুরি৷
1/7
ঋতু পরিবর্তনের সঙ্গে ত্বকেরও যত্ন নিতে হয়৷ শীত আসব না আসব না করে চলেই এল৷ বাতাসে আর্দ্রতা বিদায় জানাতে শুরু করেছে৷ ত্বক শুকিয়ে যেতে শুরু করে দিয়েছে৷ চামড়ায় টান ধরছে৷ শীতকালে ময়শ্চারাইজ়ার উপর বেশি জোর দিতে হয়৷ কিন্তু প্রথম কাজ হল ত্বক পরিষ্কার রাখা৷
ঋতু পরিবর্তনের সঙ্গে ত্বকেরও যত্ন নিতে হয়৷ শীত আসব না আসব না করে চলেই এল৷ বাতাসে আর্দ্রতা বিদায় জানাতে শুরু করেছে৷ ত্বক শুকিয়ে যেতে শুরু করে দিয়েছে৷ চামড়ায় টান ধরছে৷ শীতকালে ময়শ্চারাইজ়ার উপর বেশি জোর দিতে হয়৷ কিন্তু প্রথম কাজ হল ত্বক পরিষ্কার রাখা৷
advertisement
2/7
কারণ ময়লা ত্বকে ময়শ্চারাইজ়ার মাখা উচিত নয়৷ সকলের আগে জরুরি ত্বককে পরিষ্কার করে তোলা৷
কারণ ময়লা ত্বকে ময়শ্চারাইজ়ার মাখা উচিত নয়৷ সকলের আগে জরুরি ত্বককে পরিষ্কার করে তোলা৷
advertisement
3/7
অনেকেই প্রশ্ন করে গরমকালের স্কিন কেয়ারের প্রডাক্ট শীতে কি ব্যবহার করা যায়? তা আপনারা কী গরমের পোশাক শীতে ব্যবহার করতে পারেন?  না তো? তাহলে স্কিন কেয়ার এক হবে কী করে? দেখে নিন আপনার ত্বকে কোন ক্লেনজ়ার জরুরি?
অনেকেই প্রশ্ন করে গরমকালের স্কিন কেয়ারের প্রডাক্ট শীতে কি ব্যবহার করা যায়? তা আপনারা কী গরমের পোশাক শীতে ব্যবহার করতে পারেন? না তো? তাহলে স্কিন কেয়ার এক হবে কী করে? দেখে নিন আপনার ত্বকে কোন ক্লেনজ়ার জরুরি?
advertisement
4/7
তৈলাক্ত ত্বক: যে সব ক্লিনজ়ারে স্যালিসিলিক অ্যাসিড, গ্রিন টি বা টি ট্রি অয়েল রয়েছে, সেগুলো তৈলাক্ত ত্বক উপর ব্যবহার করতে পারেন। খেয়াল রাখুন, ক্লিনজ়ারে যেন সালফেট না থাকে। শীতকালেও দিনে দু’বার ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করুন।
তৈলাক্ত ত্বক: যে সব ক্লিনজ়ারে স্যালিসিলিক অ্যাসিড, গ্রিন টি বা টি ট্রি অয়েল রয়েছে, সেগুলো তৈলাক্ত ত্বক উপর ব্যবহার করতে পারেন। খেয়াল রাখুন, ক্লিনজ়ারে যেন সালফেট না থাকে। শীতকালেও দিনে দু’বার ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করুন।
advertisement
5/7
শুষ্ক ত্বক: আর্দ্রতার অভাবে শীতকালে সাধারণ ত্বকও শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকে কষ্ট আরও বাড়ে। যে সব ফেসওয়াশের মধ্যে সেরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিনের মতো ময়েশ্চারাইজ়ারাইজিং উপাদান রয়েছে, সেগুলোকেই বেছে নিন। শীতকালে শুষ্ক ত্বকের ব্যক্তিরা দিনে একবারই ফেসওয়াশ ব্যবহার করুন।
শুষ্ক ত্বক: আর্দ্রতার অভাবে শীতকালে সাধারণ ত্বকও শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকে কষ্ট আরও বাড়ে। যে সব ফেসওয়াশের মধ্যে সেরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিনের মতো ময়েশ্চারাইজ়ারাইজিং উপাদান রয়েছে, সেগুলোকেই বেছে নিন। শীতকালে শুষ্ক ত্বকের ব্যক্তিরা দিনে একবারই ফেসওয়াশ ব্যবহার করুন।
advertisement
6/7
কম্বিনেশন ত্বক: কম্বিনেশন ত্বকের আবার আলাদাই সমস্যা৷ কপাল, নাকের দু’পাশ তৈলাক্ত হয়ে থাকে। মুখের বাকি অংশ আবার শুষ্ক। কম্বিনেশন ত্বক শীতকালে অতিরিক্ত শুষ্কও হয়ে যেতে পারে। তাই কম্বিনেশন ত্বকেও ময়েশ্চারাইজ়ারাইজিং ক্লেনজ়ার ব্যবহার করা করুন। দিনে দু’বার ক্লেনজ়ার ব্যবহার করুন।
কম্বিনেশন ত্বক: কম্বিনেশন ত্বকের আবার আলাদাই সমস্যা৷ কপাল, নাকের দু’পাশ তৈলাক্ত হয়ে থাকে। মুখের বাকি অংশ আবার শুষ্ক। কম্বিনেশন ত্বক শীতকালে অতিরিক্ত শুষ্কও হয়ে যেতে পারে। তাই কম্বিনেশন ত্বকেও ময়েশ্চারাইজ়ারাইজিং ক্লেনজ়ার ব্যবহার করা করুন। দিনে দু’বার ক্লেনজ়ার ব্যবহার করুন।
advertisement
7/7
সংবেদনশীল ত্বক: ত্বক স্পর্শকাতর হলে খুবই বুঝেশুনে ফেশওয়াশ ব্যবহার করতে হবে৷ যে সব ফেশওয়াশে  ক্যামোমাইল, গ্রিন টি, অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদান রয়েছে, সেইগুলোই বেছে নেবেন৷ চেষ্টা করবেন ফেশওয়াশ দিয়ে অন্তত ১বারই মুখ ধুয়ে নিন৷
সংবেদনশীল ত্বক: ত্বক স্পর্শকাতর হলে খুবই বুঝেশুনে ফেশওয়াশ ব্যবহার করতে হবে৷ যে সব ফেশওয়াশে ক্যামোমাইল, গ্রিন টি, অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদান রয়েছে, সেইগুলোই বেছে নেবেন৷ চেষ্টা করবেন ফেশওয়াশ দিয়ে অন্তত ১বারই মুখ ধুয়ে নিন৷
advertisement
advertisement
advertisement